নিজস্ব প্রতিবেদন: লোকসভা নির্বাচনের আগে অস্বস্তি বাড়ল মোদী সরকারের। ফের রাফাল মামলা শুনতে রাজি হল সুপ্রিম কোর্ট। আইনজীবী প্রশান্ত ভূষণের দায়ের করা মামলায় প্রধান বিচারপতি জানিয়েছেন, অগ্রাধিকারের ভিত্তিতে এই মামলার শুনানির ব্যবস্থা করবে আদালত। রাফাল মামলায় কিছু সরকারি আধিকারিক আদালতে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন বলে ওই আবেদনে দাবি করেছে প্রশান্ত ভূষণ। এর পরই নিজের দেওয়া রায় পুনর্বিচারে সম্মত হয় আদালত। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

লোকসভা নির্বাচনের আগে রাফাল চুক্তি নিয়ে রাজনৈতিক উত্তাপ যেন কমছেই না। আদালতেও অহরহ আছড়ে পড়ছে সেই ঢেউ। তবে ইতিমধ্যে এব্যাপারে কেন্দ্রীয় সরকারকে ক্লিনচিট দিয়েছে আদালত। এব্যাপারে কোনও দুর্নীতি হয়নি বলে জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরঁ। গত কালই এব্যাপারে একই কথা বলেছেন ভারতে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত। এমনকী রাফালের নির্মাতা সংস্থা দাসোঁর তরফেও একই দাবি করা হয়েছে। 


ছেলেধরা গুজবে রণক্ষেত্র টিকিয়াপাড়া, জনতা-পুলিস 'খণ্ডযুদ্ধ'


দাসোঁর সিইও বুধবারই জানিয়েছেন, রাফাল চুক্তিতে কোনও দুর্নীতি হয়নি। ভারতীয় বায়ুসেনার জন্য ১১০টি বিমান কেনার দৌড়েও রয়েছে তারা।