ওয়েব ডেস্ক: ট্রেনের ভাড়ায় প্লেনে চড়ুন।  যাত্রী সংখ্যা বাড়াতে এয়ার ইন্ডিয়ার নয়া উদ্যোগ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


যাত্রী সংখ্যা কমাতে উড়ান  ভাড়া অনেকটাই কমিয়ে মধ্যবিত্তের নাগালে আনার চেষ্টা করছে সরকারি উড়ান সংস্থা এয়ার ইন্ডিয়া চার মেট্রো সিটির জন্য আপাতত এই সুলভ উড়ান পরিষেবা দিতে চলেছে এয়ার ইন্ডিয়া। তারমধ্যে রয়েছে এয়ার ইন্ডিয়ার উড়ান পরিষেবা
-----------------------
দিল্লি-কলকাতা
দিল্লি-চেন্নাই
দিল্লি-মুম্বই
দিল্লি-বেঙ্গালুরু


এই চার রুটে এখন  রাজধানী টু টায়ার এসির  ভাড়াতেই আপনি উড়ান সফর করতে পারবেন


আরও পড়ুন আকাশছোঁয়া বিমান ভাড়ায় অকালে মৃত্যু হৃদপিণ্ড, ফুসফুস, কিডনির



দিল্লি-কলকাতা রাজধানী  টু টায়ার এসির ভাড়া
২৮৯০ টাকা
এই ভাড়াতেই কলকাতা থেকে দিল্লি যেতে পারবেন এয়ার ইন্ডিয়ার উড়ানে


দিল্লি-চেন্নাই রাজধানী ভাড়া
৩৯০৫ টাকা
এই টাকাতেই এবার আপনি দিল্লি থেকে চেন্নাই পাড়ি দিতে পারবেন


দিল্লি-মুম্বই ও দিল্লি বেঙ্গালুরুর টু টায়ারের ভাড়া যথাক্রমে ২৮৭০ ও ৪০৯৫ টাকা


তবে কিছুও শর্তও থাকছে..কী কী জেনে নিন এক নজরে


বিমান ছাড়ার ৪ ঘণ্টা আগে বিক্রি না হওয়া আসনগুলি কমদামে বিক্রির  সিদ্ধান্ত নিয়েছে এয়ার ইন্ডিয়া


আরও পড়ুন- অবশেষে প্রস্তুত বোয়িংয়ের সেভেন-এইট-সেভেন ড্রিমলাইনার বিমান


দেখা গিয়েছে মেট্রো শহরের রুটগুলিতে এয়ার ইন্ডিয়ার উড়ানে গড়ে ৮০ শতাংশ যাত্রী থাকে
বাকি কুড়ি শতাংশ আসনের ক্ষেত্রে এই সুলভ পরিষেবা এখন থেকেই পাবেন যাত্রীরা


বেসরকারি উড়ান সংস্থার ক্ষেত্রে শেষ মুহুর্তে উড়ানের টিকিটের দাম বাড়ে
কিন্তু এয়ার ইন্ডিয়ার এই উদ্যোগে যাত্রী সংখ্যাও বাড়বে এবং পুরনো নিয়ম কিছুটা বদলাবে বলেই মনে করছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ


এই সুপার সেভার স্কিম চলবে আগামী ২৬ জুন থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত