ওয়েব ডেস্ক : একমাসে দু'বার। আইআরসিটিসি টেন্ডার দুর্নীতি মামলায় সিবিআই তলব করলেও, ফের গরহাজির আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব। সোমবার দিল্লিতে সিবিআই হেডকোয়ার্টারে দেখা করা জন্য সমন পাঠানো হয়। কিন্তু, ১৫ দিনের সময় চেয়ে তিনি সিবিআই দফতরের যাওয়া এড়িয়ে যান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০০৬ সালে আইআরসিটিসি হোটেলের টেন্ডার দুর্নীতিতে নাম জড়ায় আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব, তাঁর ছেলে তথা বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী, স্ত্রী রাবরি দেবী সহ পরিবারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে। তদন্তে নামে সিবিআই।


চলতি বছর ৫ জুলাই আরজেডি প্রধানের বিরুদ্ধে এই দুর্নীতি প্রসঙ্গে একটি মামলা রুজু করে সিবিআই। এরপরই সেপ্টেম্বরের ১১ ও ১২ তারিখ জেরার জন্য তদন্তকারী সংস্থার দফতরে ডেকে পাঠানো হয় তাঁকে। কিন্তু, সেদিনও এড়িয়ে যান তিনি। আজ দ্বিতীয় দফায় তাঁকে দেখা করতে বললে এবারও আইনজীবীর পরামর্শে এড়িয়ে যান হাজিরা।


আরও পড়ুন- ক্লাস নাইনের অঙ্ক পারলেন না বিহারের ৩ অঙ্কের অধ্যাপক, লিখলেন 'ট্রাঙ্গাল'