ওয়েব ডেস্ক: CBI নিয়ে গতকালই সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। CBI বিরোধিতায় এবার মমতার পাশে লালু প্রসাদের RJD । RJD শীর্ষ নেতৃত্বের অভিযোগ, বিরোধিদের মুখ বন্ধে CBI কে ব্যবহার করা হচ্ছে। কমছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বিশ্বাসযোগ্যতা।


আরও পড়ুন- CBI অফিস, কলকাতায় রিজার্ভ ব্যাঙ্কের আঞ্চলিক দফতরের সামনে অবস্থান বিক্ষোভে তৃণমূল


প্রসঙ্গত, তাপস ও সুদীপের গ্রেফতারির পর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারবার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার তত্ব সামনে নিয়ে আসা হয়েছে। গ্রেফতারির পর সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও সংবাদ মাধ্যমের সামনে বলতে শোনা গিয়েছে যে, নোট বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে দলের পক্ষ থেকে সংসদে তাঁর 'পারফর্মেন্স'-এর জন্যই তাঁকে গ্রেফতার করা হয়েছে।


আরও পড়ুন- এবার ভুবনেশ্বরকেই কার্যত আন্দোলনের এপিসেন্টার করে ফেলছে তৃণমূল