বিহারের রাজনীতি কি এখনও জাতিভেদ নির্ভর? সৌপলের একটি ঘটনায় ফের উঠল সেই প্রশ্ন। সেখানে রাম মনোহর লোহিয়ার একটি মূর্তির শুদ্ধিকরণ করলেন আরজেডি কর্মী সমর্থকরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মূর্তির অপরাধ কী? সেই মূর্তিতে মালা দিয়েছিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতনরাম মাঞ্জি। জিতনরাম মহাদলিত সম্প্রদায়ের প্রতিনিধি। তারপরেই মূর্তি শুদ্ধিকরণ করা হয়। আরজেডি অবশ্য শুদ্ধিকরণে জাতপাতের অভিযোগ অস্বীকার করেছে। তবে জনতা তাতে জনতা পরিবারের অশান্তি ঢাকা পড়েনি। এই অশান্তিকেই তাড়িয়ে তাড়িয়ে  উপভোগ করছে বিজেপি।


এই বছরেই বিধানসভা নির্বাচন বিহারে। বিজেপিকে ঠেকাতে সেই ভোটে জোটবদ্ধ হয়ে লড়বে আরজেডি, জেডিইউ, জেডিএস ও সমাজবাদী পার্টি। কিন্তু, লোহিয়া মূর্তির শুদ্ধিকরণ জনতা পরিবারের অন্দরে কোন্দল বাড়াবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।