গুরুগ্রামে মন্নপুরম ফাইনান্সের অফিসে ফিল্মি কায়দায় লুঠ
রীতিমতো ফিল্মি কায়দায় লুঠ। গুরুগ্রামে মন্নপুরম ফাইনান্সের অফিসে দুষ্কৃতী-হানার সেই সিসিটিভি ফুটেজ প্রকাশ করল পুলিস। তাতে দেখা যাচ্ছে, প্রথমে এক ব্যক্তি আধার কার্ড দেখিয়ে ঢোকার চেষ্টা করে। গার্ড গেট খুলতেই, হুড়মুড়িয়ে ঢুকে পড়ে আরেক দুষ্কৃতী।
ওয়েব ডেস্ক: রীতিমতো ফিল্মি কায়দায় লুঠ। গুরুগ্রামে মন্নপুরম ফাইনান্সের অফিসে দুষ্কৃতী-হানার সেই সিসিটিভি ফুটেজ প্রকাশ করল পুলিস। তাতে দেখা যাচ্ছে, প্রথমে এক ব্যক্তি আধার কার্ড দেখিয়ে ঢোকার চেষ্টা করে। গার্ড গেট খুলতেই, হুড়মুড়িয়ে ঢুকে পড়ে আরেক দুষ্কৃতী।
ধস্তাধস্তির মাঝেই সেখানে হাজির হয়ে যায় গোটা গ্যাং। তুলকালাম কাণ্ড বেঁধে যায়। গত নয়ই ফেব্রুয়ারির এই ঘটনায়, CCTV ফুটেজ দেখেই চিহ্নিত করা সম্ভব হয়েছে দুষ্কৃতীদের। দিনেদুপুরে হওয়া এই ঘটনায় লুঠ হয় প্রায় বত্রিশ কেজি সোনা, যা অর্থমূল্যে প্রায় ন কোটি টাকার সমান। প্রায় আট লক্ষ টাকা নগদেও লুঠ করে চম্পট দেয় দুষ্কৃতী দল।
আরও পড়ুন