হিন্দু গণহত্যায় যুক্ত রোহিঙ্গাদের বিরুদ্ধে মায়ানমারকে ব্যবস্থা নিতে বলল ভারত সরকার
ওয়েব ডেস্ক: মায়ানমারের রাখাইন প্রদেশে হিন্দু গণহত্যাকারীদের কড়া শাস্তির দাবি করল ভারত। শুক্রবার মায়ানমার সরকারের কাছে এই সংক্রান্ত দাবিসনদ পাঠানোর কথা জানিয়েছে বিদেশমন্ত্রক।
দিন কয়েক আগে রাখাইন প্রদেশে প্রায় ৪৫টি মৃতদেহ উদ্ধার হয়েছিল। মায়ানমার সেনা দাবি করেছিল, রোহিঙ্গা মুসলিম জঙ্গিদের হাতে খুন হয়েছেন এই হিন্দুরা। মৃতদেহগুলির বেশ কয়েকটি মহিলা ও শিশুর। রাখাইন প্রদেশে দীর্ঘদিন ধরেই রোহিঙ্গা মুসলিম জঙ্গিদের অত্যাচারে ঘর ছাড়তে বাধ্য হচ্ছেন সেখানে বসবাসরত হিন্দুরা। তাদের জোর করে ধর্মান্তরের অভিযোগও উঠেছে।
বিদেশমন্ত্রকের মুখপাত্র রবিশ কুমার জানিয়েছেন, মায়ানমার সরকারে দাবি অনুযায়ী সবকটি দেহই হিন্দুর। কোনও ধরনের সন্ত্রাসকেই সমর্থন করে না ভারত। তাঁর কথায়, সন্ত্রাসের পক্ষে কোনও ব্যাখ্যা থাকতে পারে না। আমরা চাই অপরাধীদের বিচারের ব্যবস্থা করুক মায়ানমার।
আরও পড়ুন, রোহিঙ্গা জঙ্গিদের হাতে নিহত হিন্দুদের গণকবর আবিষ্কার করল মায়ানমার সেনা