ওয়েব ডেস্ক: দেশের নিরাপত্তা ও মানবতার মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে। রোহিঙ্গা শরণার্থী নিয়ে এমনটাই প‌র্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। সঙ্গে রোহিঙ্গাদের ফেরত পাঠানো নিয়ে সংশ্লিষ্ট পক্ষদের জবাব দেওয়ার জন্য আরও সময় দিল আদালত। মামলার পরবর্তী শুনানি ২১ নভেম্বর। তার আগে কোনও রোহিঙ্গা বিতাড়নের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন বিচারপতিরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সুপ্রিম কোর্টের বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন বেঞ্চের প‌র্যবেক্ষণ, নিরীহ শিশু ও মহিলাদের যে দুর্বিসহ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে তাতে চোখ বন্ধ করে থাকা যায় না। তবে জাতীয় সুরক্ষা ও মানবাধিকারের মধ্যে ভারসাম্য রাখতে হবে। রোহিঙ্গারা দেশের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক বলে আদালতে হলফনামা দিয়ে জানিয়েছিল কেন্দ্রীয় সরকার। 


হলফনামায় জানানো হয়েছিল, রোহিঙ্গাদের মায়ানমারে ফেরত পাঠাতে চায় কেন্দ্র। সেই সিদ্ধান্তের বিরোধিতায় সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন দুই রোহিঙ্গা মুসলিম মহম্মদ সালিমুল্লা ও মহম্মদ সাকির। সুপ্রিম কোর্ট জানিয়েছে, বিষয়টি মানবাধিকারের সঙ্গে জড়িত বলে শুনানি আইনি পথেই চলবে।  


আরও পড়ুন,দিল্লিতে বাজি বিক্রিতে নিষেধাজ্ঞা বহাল রাখল সুপ্রিম কোর্ট