ওয়েব ডেস্ক: ব্যাঙ্ক, পোস্ট অফিস এবং কো-অপারেটিভ ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্ট থেকে টাকা তোলার ক্ষেত্রে দৈনিক  ২ লক্ষ টাকার উর্দ্ধসীমা লাগু হবে না, আজ এমনটাই জানিয়ে দিল সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স।



উল্লেখ্য, ফাইনান্স অ্যাক্ট ২০১৭ অনুসারে টাকা তোলার উর্দ্ধসীমা দিনে ২ লক্ষ টাকায় বেঁধে দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল, কোনও ব্যক্তি একদিনে ২ লক্ষ টাকার বেশী তুললে তিনি যতটা বেশি টাকা তুলবেন তার সমপরিমান জরিমানা দিতে হবে তাঁকে। গত মার্চে সংশোধনী এনে ৩ লক্ষ টাকা থেকে ২ লক্ষ টাকায় এই উর্দ্ধসীমা নামিয়ে আনা হয়। (আরও পড়ুন- সামনে এল ২০০ টাকার নোটের ছবি! )