ওয়েব ডেস্ক: শুক্রবারই বাজারে এসেছে ২০০ টাকার নতুন নোট। নতুন নোট ঘিরে সাধারণ মানুষের মধ্যে কৌতুহল চরমে। ৬৬ মিলিমিটার চওড়া ও ১৪৬ মিলিমিটার লম্বা এই নোটে রয়েছে নানা গোপন ফিচার। মহাত্মা গান্ধী নিউ সিরিজের এই নোট দেখতে নতুন ৫০০ বা ২,০০০ টাকার মতো হলেও রয়েছে বৈচিত্রও। নোটের একপাশে রয়েছে সাঁচি স্তূপের ছবি। রয়েছে রিজ়ার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত পটেলের স্বাক্ষরও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


নতুন ২০০ টাকার নোটে রয়েছে ২০০ ইলেক্ট্রোটাইপ ওয়াটারমার্ক। উঁচু করে ধরে নোটের কোনও আলো প্রতিফলিত করলে ওই বিন্দুগুলি কম উজ্জ্বল দেখাবে। হলুদ রংয়ের নোটটির একপাশে রয়েছে সাঁচি স্তূপের ছবি। যা ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরে। নতুন নোটটি চওড়ায় ৫০০ টাকার নোটের সমান হলেও দৈর্ঘ্যে বেশ কিছুটা ছোট।


আরবিআইয়ের তরফে জানানো হয়েছে, একাধিক বিষয় মাথায় রেখে আনা হয়েছে নতুন এই নোট। এতে একদিকে যেমন সাধারণ মানুষের লেনদেনে সুবিধা হবে তেমনই বদল করা যাবে ছেঁড়া-ফাটা নোট। নতুন নোট আসায় বিপদে পড়বে জালনোটের কারবারিরাও।