ওয়েব ডেস্ক: কর্ণাটক সরকারের শক্তিমন্ত্রী ডিকে শিবকুমারের দিল্লির বাসস্থান থেকে নগদ ৫ কোটি টাকা উদ্ধার করল আয়কর দফতর। সিআরপিএফ-কে সঙ্গে নিয়ে আজ মোট ৩৯ জায়গায় তল্লাসি চালিয়েছে আয়কর আধিকারিকেরা। গোটা ঘটনাকে "রাজনৈতিক ষড়যন্ত্র চরিতার্থ করতে আয়কর দফতরকে ব্যবহার করা হয়েছে" বলে মন্তব্য করেছেন কর্ণাটকের কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তিনি আরও বলেছেন যে, রাজনৈতিক পরিসরে এমন 'ষড়যন্ত্র' কখনই কাম্য নয়।


প্রসঙ্গত, 'বিজেপির হাত থেকে বাঁচাতে' গুজরাটের যে ৪২ বিধায়ককে আমেদাবাদ থেকে উড়িয়ে নিয়ে এসে কর্ণাটকের 'ইগলেটন রিসর্টে'র 'সেফ শেল্টারে' রাখা হয়েছে তাঁদের দেখভালের দায়িত্ব ছিলেন এই ডিকে শিবকুমারই। সেই রিসর্টেও হানা দিয়েছে সিআরপিএফ-আয়কর বিভাগের যৌথ বাহিনী। ফলে গোটা ঘটনাকে বিরোধীদের প্রতি বিজেপির কেন্দ্রীয় সরকারি ক্ষমতার উদ্যেশ্য প্রণোদিত ও অপব্যবহার হিসাবেই দেখছে রাজনৈতিক মহল।