নিজস্ব প্রতিবেদন: আরএসএসের অনুষ্ঠানে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের যোগ দেওয়া নিয়ে বিতর্ক তুঙ্গে। দলের বর্ষীয়ান নেতা বিরোধীশিবিরের ডেরায় যাওয়ায় চরম অস্বস্তিতে কংগ্রেসও। নানা ভাবে প্রসঙ্গ এড়াতে মরিয়া তারা। এরই মধ্যে বিতর্কের স্রোষ্টাদের বিরুদ্ধে পালটা আক্রমশ শানালেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহনমন্ত্রী নীতীন গডকরি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-বিরাম নেই দর বৃদ্ধিতে, কলকাতায় ৮১ টাকা ছাড়াল পেট্রোলের দাম
সোমবার গডকরি বলেন, ‘আরএসএস তো আর আইএসআই নয়। আরএসএস-এর অনুষ্ঠানে গেলে এত হইচই করার কী আছে? আরএসএস এর কর্মসূচিতে যোগ দেওয়া বা না-দেওয়া প্রণববাবুর ব্যক্তিগত বিষয়। আমার মনে হয়, এর রাজনৈতিক ছুঁৎমার্গ গণতন্ত্রের পক্ষে ভালো নয়। আমাদের একে অপরের নীতি আদর্শের প্রতি সম্মান দেখানো উচিত। ‌যাঁরা আরএসএসকে সাম্প্রদায়িক বলে থাকেন তারা নিজেরাই তো সাম্প্রদায়িক ও সংকীর্ণ মনের।’
গডকরি আরও বলেন, ‘প্রণব মুখোপাধ্যায় ‌যদি আসেন তাহলে তা খুশির খবর। আরএসএস তো আইএসআই নয়। সংঘ রাষ্ট্রভক্তদের একটি সংগঠন। লোকজন বারে যাচ্ছে। অন্য অনেক জায়গাতেই ‌যাচ্ছে। তাহলে এনিয়ে সমালোচনা করা কী রয়েছে!’


আরও পড়ুন-বিহারে শিয়ালদা রাজধানীতে পাথরহামলা, কাচ ভেঙে জখম ৬ যাত্রী
আরএসএস-এর সম্মেলনে প্রণব মুখোপাধ্যায়ের ‌যোগ দেওয়া নিয়ে কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিত সংবাদ মাধ্যমে বলে, ‘প্রণব মুখোপাধ্যায় কংগ্রেসের বর্ষীয়ান নেতা। তিনি বহুবার আরএসএস-এর সমালোচানা করেছেন। প্রণব মুখোপাধ্যায় বারবার বলেছেন, আরএসএসের কোনও নৈতিকতা নেই। আরএসএসের দুর্নীতি সম্পর্কেও বলেছেন তিনি। ওদের সাম্প্রাদায়িক, দেশবিরোধী বলেছেন। এমন একজনকে আরএসএস কেন আমন্ত্রণ জানাল তা জানার প্রয়োজন রয়েছে।’