নিজস্ব প্রতিবেদন: করোনাটিকার কার্যকারিতা নিয়ে কারও মনেই কোনও ভুল ধারণা থাকা উচিত নয়। শনিবার, দেশে জুড়ে দ্বিতীয় পর্যায়ের ড্রাই রানের দিন এ কথা জানালেন ভারতের স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

হর্ষবর্ধন এদিন বলেন, টিকাসংক্রান্ত সমস্ত তথ্যই বিস্তারিত ভাবে খুঁটিয়ে দেখা হয়েছে। এ নিয়ে কেউ যেন কোনও গুজবে কান না দেন, এই মর্মে দেশবাসীকে সতর্কও করেন স্বাস্থ্যমন্ত্রী।


শনিবার দ্বিতীয় পর্যায়ের ড্রাই রান সফল ভাবে সাঙ্গ হওয়ার সূত্রে হর্ষবর্ধন জানান, টিকা নিয়ে অনেক দিন ধরেই অনেক রকম কথাবার্তা হচ্ছে। কিন্তু এখন ড্রাই রান চলছে। টিকার এই 'রোল-আউটে'র পরে আর এ নিয়ে কারও মনে কোনও ধন্দ থাকা কাম্য নয়। এ প্রসঙ্গে তিনি বহু দশক আগে শুরু হওয়া পোলিয়ো টিকাকরণের কথাও স্মরণ করিয়ে দেন।  


Also Read: রাজ্যে শুরু বহু প্রতীক্ষিত করোনার ভ্যাকসিনের ড্রাই রান, প্রথম মহড়া হাসিরানি সরকারের