এই অ্যাপ ব্যবহার করে দাম মেটালে ২০ শতাংশ ছাড় মিলতে পারে পেট্রোল - ডিজেলে
সূত্রের খবর, এই প্রকল্পের অধীনে ভিম অ্যাপ বা রুপে কার্ড ব্যবহার করে জ্বালানি তেল কিনলে মিলবে ২০ শতাংশ ক্যাসব্যাক। সর্বোচ্চ ১০০ টাকা ক্যাসব্যাক পাওয়া যাবে।
নিজস্ব প্রতিবেদন: সত্যি হল না জল্পনা। জিএসটির আওতায় এল না পেট্রোল ও ডিজেল। শনিবার জিএসটি পর্ষদের বৈঠকে এই নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি সদস্যরা। তবে বিহারের অর্থমন্ত্রী সুশীল মোদীর নেতৃত্বাধীন মন্ত্রিগোষ্ঠী ভিম অ্যাপ ও রুপে কার্ডের মাধ্যমে জ্বালানি ক্রয়ে ২০ শতাংশ ছাড়ের প্রস্তাব করেছে। ডিজিটাল লেনদেনে উত্সাহ দিতেই এই প্রস্তাব বলে জানানো হয়েছে।
বৈঠকের পর সুশীল মোদী বলেন, ডিজিটাল লেনদেনে উত্সাহ বাড়াতে আমরা ক্যাসব্যাকের প্রস্তাব দিয়েছি। ভিম অ্যাপ ও রুপে কার্ডে মিলবে এই সুবিধা। বিশেষ করে আধাশহর ও গ্রামীণ এলাকায় এই সুবিধা চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। এর ফলে মোট ১০০০ কোটি টাকার ক্ষতি হবে। যা যৌথভাবে বহন করবে কেন্দ্র ও রাজ্যগুলি।
তবে ক্যাসব্যাক কোথায় আসবে তা স্পষ্ট করেননি সুশীল মোদী। তিনি বলেন, জিএসটি কাউন্সিল প্রস্তাবে শিলমোহর দিলে তার পর তার রূপরেখা চূড়ান্ত হবে। আপাতত ১৮টি রাজ্য এই প্রকল্পে যুক্ত হতে সম্মত হয়েছে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, এই প্রকল্পের অধীনে ভিম অ্যাপ বা রুপে কার্ড ব্যবহার করে জ্বালানি তেল কিনলে মিলবে ২০ শতাংশ ক্যাসব্যাক। সর্বোচ্চ ১০০ টাকা ক্যাসব্যাক পাওয়া যাবে।
বিরোধী জোট ছেড়ে মোদীর শরণে গেলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও
এছাড়া জিএসটির স্তর কমানোর ব্যাপারেও আলোচনা হয়েছে এদিনের বৈঠকে। জানা গিয়েছে, ১২ শতাংশ ও ১৮ শতাংশের স্তর দুটিকে মিশিয়ে ১৫ শতাংশের স্তর তৈরির ভাবনা চিন্তা চলছে। তাছাড়া ২৮ শতাংশের স্তর কমিয়ে ২৫ শতাংশ করার প্রস্তাবও জমা পড়েছে।