জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আশঙ্কা সত্যি করে সপ্তাহের শুরুর দিনেই বিশ্ববাজারে ভারতীয় মুদ্রার রেকর্ড অবমূল্যায়ন ঘটল। সোজা কথায়, টাকার দাম পড়ল বেনজির ভাবে। সোমবার  মার্কিন ডলারের নিরিখে ২০ পয়সা কমেছে টাকার দাম। এটিই এযাবৎকালের রেকর্ড। ফলে দিনের শেষে ডলারের অনুপাতে ভারতীয় মুদ্রার দাম দাঁড়াল ৭৯.৪৩ টাকা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এখন এক মার্কিন ডলার কিনতে গেলে আপনাকে গুনতে হবে ৭৯.৪৩ টাকা। যদিও এদিন বাজার খোলার পরেই অস্বাভাবিক মন্দা দেখা যায় টাকার দামে। দিনের মাঝামাঝি ডলারের নিরিখে টাকার দাম নামে সর্বকালীন তলানিতে। পৌঁছে যায় একেবারেই আশির কোঠায়। দাম দাঁড়ায় ৭৯.৪৬। তবে বিপদের আঁচ পেয়ে ভারতের কেন্দ্রীয় ব্যাংক কিছু পদক্ষেপ করায় ক্লোজ়িং বেলে খানিকটা ঘুরে দাঁড়ায় টাকা। 


স্বভাবতই ভারতীয় টাকার লাগাতার অবমূল্যায়নের জন্য মোদী সরকারের দিশাহীন অর্থনীতিকেই কাঠগড়ায় তুলেছে বিরোধীরা। অর্থনীতির কারবারিরাও এই নেতিবাচক ট্রেন্ডে বড় বিপদের আভাস পাচ্ছেন। তাঁদের আশঙ্কা, এবার আবার পেট্রোল-ডিজেলের দাম বাড়তে চলেছে। কারণ, আন্তর্জাতিক বাজার থেকে ডলার গুনেই ভারতকে জ্বালানি কিনতে হয়। পরিবর্তিত পরিস্থিতিতে কেন্দ্র বিভিন্ন খাতে ভরতুকি প্রায় তুলে দিয়েছে। ফলে বিপদে পড়ছেন প্রান্তবাসীরা। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)