ওয়েব ডেস্ক:  ভারতের বিমান প্রস্তুতকারী কোম্পানির সঙ্গে ‌যৌথভাবে MiG-29 K ফাইটার জেট তৈরি করতে চায় রাশিয়া। রবিবার একথা জানিয়েছে রুশ ‌যুদ্ধবিমান প্রস্তুতকারী সংস্থা মিগ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মিগ-এর সিইও ইলিয়া টারসেনকো রবিবার এনিয়ে একটি বিবৃতিও দিয়েছেন। তিনি জানিয়েছেন, ভারতের বিমান প্রস্তুতকারী কোম্পানির সঙ্গে ‌যৌথ উদ্যোগে ভারতীয় নৌবাহিনীর জন্য বিমান তৈরি করা হবে। এ ব্যাপারে শীঘ্রই একটি প্রস্তাব ভারত সরকারকে দেওয়া হবে। ভারতের মেক ইন ইন্ডিয়া প্রকল্পের অন্তর্ভুক্ত প্রকল্পগুলিতেও কাজ করতে চাই।


উল্লেখ্য, এবছর জানুয়ারি মাসে ভারতীয় নৌসেনা মিগকে ৫৭টি ‌যুদ্ধবিমান দেওয়ার জন্য আবেদন করে। সেই ডাকেই সাড়া দিল রুশ বিমান প্রস্তুতকারী সংস্থা। বর্তমানে দুনিয়ার ৬টি বিমান এয়ার ক্রাফট ক্যারিয়ার হিসেবে ব্যবহৃত হয়। এর মধ্যে রয়েছে রাফায়েল, এফ-১৮, হর্নেট, মিগ-২৯কে, এফ-৩৫বি ও এফ ৩৫সি। ২০১৮ সালের মধ্যেই ভারতে এসে ‌যাবে রাফায়েল জেট। এবার মিগ ২৯কে এর মতো বিমান এসে গেলে আরও শক্তিশালী হবে ভারতীয় নৌসেনা।


আরও পড়ুন-সর্দার সরোবর বাঁধের শিলান্যাস করেছিলেন নেহরু, ৫৬ বছর পর উদ্বোধন করলেন মোদী