নিজস্ব প্রতিবেদন: কাশ্মীর নিয়ে শাহিদ আফ্রিদির বিতর্কিত টুইটের পাল্টা দিলেন সচিন তেন্ডুলকর। মাস্টার ব্লাস্টার বলেন, ''দেশ চালাতে সক্ষম আমরা। আমরা কী করব, কী করা উচিত, সেটা নিয়ে বলার অধিকার নেই বহিরাগতদের।'' 



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শাহিদ আফ্রিদির সঙ্গে ভাল সম্পর্ক বিরাট কোহলির। তাঁর স্বেচ্ছাসেবী সংস্থার জন্য সাহায্য করেছিলেন ভারত অধিনায়ক। কোহলি বলেন, ''সবসময়ই আমি দেশের পাশে রয়েছি। যা আমার দেশের বিরোধিতা করে, তার সমর্থন কখনই করব না।''  



ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব বলেন, ''কে আফ্রিদি? এই ধরনের লোকেদের বেশি গুরুত্ব দেওয়া উচিত নয়।''



সুরেশ রায়নার কথায়, ''কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। তা চিরকাল থাকবে। স্বর্গের ভূমি কাশ্মীরে আমার ঠাকুরদা জন্মেছিলেন। আমি আশা করি, সীমান্তে জঙ্গি অনুপ্রবেশ ও ছায়াযুদ্ধ বন্ধের জন্য পাক সেনাকে পরামর্শ দেবেন আফ্রিদি।''



তবে সেরা খোঁচা দিয়েছেন গৌতম গম্ভীর। তিনি টুইটারে লিখেছেন, আফ্রিদির অভিধানে UN মানে আন্ডার নাইন্টিন। ওটাই ওর বয়স। নো বলে আউট হওয়ার আনন্দ উজ্জাপন করছেন আফ্রিদি।''    


 



মঙ্গলবার টুইটারে কাশ্মীর প্রসঙ্গ নিয়ে শাহিদ আফ্রিদি লেখেন,''ভারত অধিকৃত কাশ্মীরে ভয়ঙ্কর পরিস্থিতি। স্বাধীনতার জন্য নিরীহদের কণ্ঠস্বর রোধ করতে হত্যা করা হচ্ছে। অবাক হচ্ছি, কোথায় রাষ্ট্র? কেন তারা এই রক্তের বন্যা থামাচ্ছে না?''



রাষ্ট্রসঙ্ঘে ভারত একাধিকবার জানিয়েছে, পাকিস্তানের মদতেই নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে জঙ্গিরা ঢোকে ভারতীয় ভূখণ্ডে। এমনকি সীমান্তের ওপারে জঙ্গিদের আতিথেয়তার সবরকম ব্যবস্থাও করে রেখেছে ইসলামবাদ। কাশ্মীরে অশান্তির জন্যেও তারা দায়ী।