নিজের রাজ্যে শিল্পের লগ্নি টেনে আনাও একটা শিল্প বা আর্ট। ভক্ত টানাতে সাধুদেরও লাগে সেই শিল্প বা আর্টের ছোঁয়া। গঙ্গাসাগরগামী সাধুদের বাবুঘাটের জমায়েতে গেলে, এ বলবে আমায় দেখ, ও বলবে আমায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিল্প টানার সাধু উদ্যোগ কতটা সফল হবে তা সময়ই বলবে। তবে গঙ্গাসাগরের সাধুদের শিল্পকলা বা আর্ট কিন্তু ইতিমধ্যেই লোক টানতে শুরু করেছে। কোনও সাধুর জটায় গাঁদা ফুলের মালা, কোনও সাধুর গলায় আবার ঝোলানো হাজার কয়েনের মালা। কেউ আবার বাজান ঢাউস সাইজের ভেঁপু। কারও আবার যাবতীয় ছলাকলা বাইকের ওপর। এছাড়া গঞ্জিকা সেবন তো আছেই।  এক্সট্রা এফর্ট দিয়ে  কেউ কেউ সেই দক্ষতাকে নিয়ে গেছেন রীতিমতো আর্টের পর্যায়ে।


সাধু শিল্পের টানে ইতিমধ্যেই বাবুঘাটে বাড়ছে জন সমাগম।