ওয়েব ডেস্ক: একজন ভারতীয়র বেতন বছরে প্রায় ১২৮৫ কোটি টাকা। চমকে উঠলেন? গুগলের সিইও সুন্দর পিচাইয়ের দৈনিক বেতন সাড়ে ৩ কোটি টাকা। আয়ের দিক থেকে টেক্কা দিয়েছেন মেসি-রোনাল্ডোকেও। রোনাল্ডোর বেতন বছরে প্রায় ৫৬৫ কোটি টাকা। মেসি আরেকটু পিছনে। তাঁর বেতন বার্ষিক প্রায় ৫২৩ কোটি টাকা। একজন পায়ে বল নাচান। তাঁর দুপা সমান চলে। একডাকেই চেনে গোটা বিশ্ব। তাঁর পায়ের জাদুতে মুগ্ধ দুনিয়া।আরেকজন তাঁর প্রবল প্রতিদ্বন্দ্বী। ফুটবল বিশেষজ্ঞরা বলেন, পৃথিবীর সর্বকালের অন্যতম সেরা ফুটবলার তিনি। মূলত বাঁ পায়ের খেল। সোনায় মোড়া বাঁ পা। সেরা কে? তা নিয়ে অবশ্য গরম চায়ে তর্কের তুফান ওঠে। তাঁদের নিয়ে বিতর্কও কম নয়। নানা সময়ে নানা বিতর্কে জড়িয়ে খবরের শিরোনামে আসতেও তাঁরা সিদ্ধহস্ত।তবে, দুই ফুটবল তারকার তুলনায় এই মানুষটি কম কথা বলেন। চেনেন নিশ্চয়ই মানুষটিকে? অবাক হলেন? আপাত শান্ত, ধীর-স্থির মানুষটির নাম সুন্দর পিচাই। এখনও চিনতে পারছেন না? সেটাই ওঁর ক্যারিশমা। কম কথা বলেন। কথা বলে তাঁর মাথা। সে কারণেই মেসি-রোনাল্ডোর চেয়ে কয়েক গুণ এগিয়ে তিনি। নাহ্, ফুটবল খেলায় নয়। উপার্জনে। ফের অবাক হলেন?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন দিল্লি পুরভোটে আপের শোচনীয় ব্যর্থতার দায় নিলেন অরবিন্দ কেজরিওয়াল


বছরে সুন্দর পিচাইয়ের বেতন প্রায় ১২৮৫ কোটি টাকা। দিনে পান ৩ কোটি ৫২ লক্ষ টাকা।সেখানে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বেতন বছরে প্রায় ৫৬৫ কোটি টাকা। লিওনেল মেসি আরেকটু পিছনে। তাঁর বেতন বার্ষিক প্রায় ৫২৩ কোটি টাকা। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বা লিওনেল মেসিকে একডাকে চেনে গোটা বিশ্ব। শহর হোক বা গ্রাম, আধুনিক ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী রাজপুত্রকে চেনে আট থেকে আশি। সেখানে কোথায় গুগলের সিইও! খড়্গপুর আইআইটির মেধাবী প্রাক্তনীর মুখ এতটা পরিচিত নয় মোটেই। তবুও তিনি এগিয়ে। অনেকটাই এগিয়ে। উপার্জনে শত যোজন এগিয়ে চেনা গণ্ডির মেসি-রোনাল্ডোর থেকে। এখানেই তাঁর ক্যারিশমা।শান্ত চাহনিতে তিনিই তো পারেন মেসি-রোনাল্ডোকে হারিয়ে দিতে। তিনি সুন্দর। তিনি বিশ্বজয়ী।


আরও পড়ুন  ভারতের 'আশ্রয়প্রার্থী' পাক চর!