ওয়েব ডেস্ক: আগামিকাল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সপ্তম পে কমিশনের সুপারিশে সিলমোহর দিতে পারে কেন্দ্র। গত নভেম্বরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেসিক পে-র ১৪.২৭ শতাংশ বৃদ্ধির সুপারিশ করে সপ্তম পে কমিশন।


গত ৭০ বছরে যা সর্বনিম্ন। ষষ্ঠ পে কমিশনে বেসিক পে-র ২০ শতাংশ বৃদ্ধি হয়েছিল। সপ্তম পে কমিশনের সুপারিশে আপত্তি জানান কেন্দ্রীয় সরকারি কর্মীরা। তার ভিত্তিতেই সিদ্ধান্ত পুনরায় বিবেচনা হয়। কিন্তু চলতি বছরে কঠিন আর্থিক পরিস্থিতির কারণে কেন্দ্র খুব বেশি হলে ১৮ থেকে ২০ শতাংশ বেতন বৃদ্ধি করতে পারে বলেই মনে করা হচ্ছে। সপ্তম পে কমিশনের সুবিধে পাবেন এক কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনাররা। পয়লা জানুয়ারি থেকে সপ্তম পে কমিশনের সুপারিশ কার্যকর হবে। এরফলে চাপ বাড়বে রাজ্য সরকারের ওপর। কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মীদের বেতনের ফারাক আরও বাড়বে।