নিজস্ব প্রতিবেদন:  এতদিনে স্নাতক হলেন সলমন খান। তাও টেনে-টুনে মাত্র ৩৫ শতাংশ নম্বর পেয়ে। সম্প্রতি ভাইরাল হয়েছে তাঁর সেই মার্কশিটের ছবি। সলমন অনুগামীদের বোধহয় বিষয়টা খুব একটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না,  তাই তো?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: জ্যাকলিনকে দেখে এ কী হাল বরুণের..


আসল ব্যাপারটা তবে খোলসা  করে বলা যাক..


সম্প্রতি আগ্রা বিশ্ববিদ্যালয়ের স্নাতকের এক ছাত্রের মার্কশিট প্রকাশ্যে এসেছে। মার্কশিটে লাগানো রয়েছে বলিউড মেগাস্টার সলমন খানের ছবি। আর তা নিয়েই যত বিড়ম্বনা। মার্কশিট দেওয়ার সময়েই বিষয়টি চোখে পড়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। শুরু হয় অন্তর্তদন্ত। তখন জানা যায় আসল কথা।


জানা যায়, ওই মার্কশিটটি আগ্রা বিশ্ববিদ্যালয়ের অধীন আলিগড়ের অম্রতা সিং মেমোরিয়াল ডিগ্রি কলেজের এক ছাত্রের। তাঁর মার্কশিটেই সলমন খানের পাসপোর্ট সাইজ ছবি লাগানো রয়েছে। ওই ছাত্রই ৩৫ শতাংশ নম্বর পেয়ে স্নাতক হয়েছেন।



সংবাদমাধ্যমে বিষয়টি প্রকাশিত হতেই নড়েচড়ে বসে বিশ্ববিদ্যালয় ও কলেজ কর্তৃপক্ষ। নিজেদের দায় ঝেড়ে একটি বেসরকারি সংস্থার ঘাড়ে দোষ চাপিয়েছে তারা। সূত্রের খবর, ওই বিশ্ববিদ্যালয়েরই আরও এক ছাত্রের মার্কশিটে রাহুল গান্ধীর পাসপোর্ট সাইজ ছবি লাগানো ছিল। 


আরও পড়ুন: বলিউডে যৌন হেনস্থার মুখে পড়তে হয় পুরুষদেরও, বিস্ফোরক রাধিকা