নিজস্ব প্রতিবেদন: উত্তর কোরিয়ার স্বৈরাচারী শাসক কিম জং উনের ছবি দিয়ে পোস্টার ছাপিয়েছে কেরল সিপিএম। এমনই অভিযোগ করলেন বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

টুইটারে ছবি পোস্ট করে বিজেপি মুখপাত্রের দাবি, কেরলে সিপিএমের পোস্টাপরে জায়গা পেয়েছেন কিম-জং-উন!! এতে অবাক হওয়ার কিছুই নেই। কেরলকে  বিরোধীদের বধ্যভূমি তৈরি করে ফেলেছে ওরা। আশা করি, বামেরা এবার বিজেপি ও আরএসএস-এর দফতরে ক্ষেপণাস্ত্র মারার পরিকল্পনা করছে না।''



সাম্প্রতিককালে কেরলে আরএসএস ও বিজেপি কর্মীদের উপরে হামলা বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ গেরুয়া শিবিরের।  সে রাজ্যে জন রক্ষা যাত্রাও করেছেন দলের নেতারা। অমিত শাহ ও যোগী আদিত্যনাথও ওই যাত্রায় সামিল হয়েছিলেন। উল্লেখ্য, সম্বিত পাত্রের টুইটার অ্যাকাউন্টের ছবিটির সত্যতা যাচাই করেনি ২৪ ঘণ্টা ডট কম।