কালাহাণ্ডির ছায়া এ বার জব্বলপুরেও!
কালাহাণ্ডির ছায়া এ বার জব্বলপুরেও। কালাহান্ডিতে শববাহী গাড়ি না পেয়ে স্ত্রীর মৃতদেহ কাঁধে নিয়ে দশ কিলোমিটার হাঁটতে বাধ্য হয়েছেন দানা মাঝি নামের একজন। আর মধ্যপ্রদেশের জব্বলপুরের পানাগড় বামনহৌদার বাসিন্দারা মৃতদেহ কাঁধে করে পুকুরের মধ্য দিয়ে হেঁটে শ্মশানে যেতে বাধ্য হলেন। অবশ্য এই ছবি মোটেই নতুন কিছু নয়।
ওয়েব ডেস্ক: কালাহাণ্ডির ছায়া এ বার জব্বলপুরেও। কালাহান্ডিতে শববাহী গাড়ি না পেয়ে স্ত্রীর মৃতদেহ কাঁধে নিয়ে দশ কিলোমিটার হাঁটতে বাধ্য হয়েছেন দানা মাঝি নামের একজন। আর মধ্যপ্রদেশের জব্বলপুরের পানাগড় বামনহৌদার বাসিন্দারা মৃতদেহ কাঁধে করে পুকুরের মধ্য দিয়ে হেঁটে শ্মশানে যেতে বাধ্য হলেন। অবশ্য এই ছবি মোটেই নতুন কিছু নয়।
আরও পড়ুন স্করপিন ডুবোজাহাজের নকশা সংক্রান্ত আরেক দফা গোপন নথি প্রকাশ!
নলিন শর্মা নামে এক ভূস্বামী ও তাঁর লোকেরা রাস্তা তৈরিতে বাঁধা দেওয়ায় পঞ্চায়েত হাত গুটিয়ে বসে আছে বলে গ্রামবাসীদের অভিযোগ। রাস্তা না হওয়ায় পুকুর পেরিয়েই যেতে হচ্ছে শশ্মানে। এছাড়া যে আর কোনও পথ খোলা নেই!
আরও পড়ুন উয়েফার বিচারে ইউরোপের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো