নিজস্ব প্রতিবেদন : মাদক মামলায় নয়া মোড়। এবার এই মামলায় মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিকের জামাই সমীর খানকে গ্রেফতার করল NCB। সম্প্রতি, মাদক মামলার তদন্তে মুম্বইয়ের বান্দ্রা পশ্চিম থেকে একটি ক্যুরিয়ারে ২০০ কেজি গাঁজা উদ্ধার করে NCB। গ্রেফতার করা হয় দুই ব্রিটিশ নাগরিক সহ বেশ কয়েক জনকে। সেই মামলারই পরবর্তী ধাপের তদন্তে নেমে বুধবার সমীর খানকে গ্রেফতার করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত ৯ জানুয়ারি বান্দ্রা পশ্চিম থেকে ২০০ কেজি গাঁজা উদ্ধার করেছিল NCB। তদন্তের পরবর্তী ধাপে মিস্টার করণ সজনানি নামে এক ব্যক্তির খার এলাকার বাড়ি থেকে ফের গাঁজা উদ্ধার করে NCB। করণ সজনানি সহ মিস্টার রাহিলা ফার্নিচারওয়ালা, তাঁর বোন শায়িস্তা ফার্নিচারওয়ালা এবং রাম কুমার তিওয়ারিকে গ্রেফতার করা হয়। ইতিমধ্যেই তাঁদের আদালতে পেশও করা হয়েছে।


আরও পড়ুন-মাদক মামলায় Dia Mirza-র প্রাক্তন ম্যানেজারকে গ্রেফতার করল NCB


এই মামলার তদন্ত চলাকালীনই উঠে আসে মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিকের জামাই সমীর খানের নাম। বুধবারই সমীর খানকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল NCB। জিজ্ঞাসাবাদের পরই গ্রেফতার করা হয় তাঁকে।