জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মঙ্গলবার দিল্লির একটি আদালত জেলবন্দী আম আদমি পার্টি (এএপি) নেতা সঞ্জয় সিংকে রাজ্যসভার সাংসদ (এমপি) হিসাবে দ্বিতীয়বার শপথ নেওয়ার অনুমতি দিয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাউজ অ্যাভিনিউ আদালত সঞ্জয় সিংকে ৮ অথবা ৯ ফেব্রুয়ারি পুলিস হেফাজতে সংসদে যেতে এবং রাজ্যসভার সাংসদ হিসাবে শপথ নেওয়ার অনুমতি দিয়েছে বলে জানা গিয়েছে।


সঞ্জয় সিং দিল্লি থেকে উচ্চকক্ষে ফের নির্বাচিত হয়েছেন। তিনি সোমবার শপথ নিতে পারেননি কারণ এটি হাউসের কাজের তালিকাভুক্ত ছিল না। রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখরের অফিসের সূত্রে এই খবর জানা গিয়েছে।


আরও পড়ুন: Ram Lalla: এ কী! প্রাণপ্রতিষ্ঠার পরে নিজের তৈরি মূর্তি নিজেই চিনতে পারলেন না রামলালার ভাস্কর; অলৌকিক, দৈবী?


আগের দিন, রাউজ এভিনিউ কোর্টের বিশেষ বিচারক এম কে নাগপাল সঞ্জয় সিং-কে ৮ ফেব্রুয়ারি বা ৯ ফেব্রুয়ারি সংসদে যাওয়ার অনুমতি দিয়েছিলেন। বিচারপতি জেল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন যাতে তাঁকে বিচার বিভাগীয় হেফাজতে শপথ গ্রহণের প্রক্রিয়ার জন্য উপযুক্ত নিরাপত্তায় রাজ্যসভায় নিয়ে যাওয়া হয়।


রাজ্যসভার সূত্র অনুসারে জানা গিয়েছে, AAP নেতাকে ৫ ফেব্রুয়ারি শপথ নেওয়ার অনুমতি দেওয়া হয়নি কারণ বাদল অধিবেশন চলাকালীন অনিয়ন্ত্রিত আচরণের জন্য তার উপর স্থগিতাদেশ কার্যকর থাকবে, এবং বিশেষাধিকার কমিটি তার রিপোর্ট জমা না দেওয়া পর্যন্ত তিনি কাজে অংশ নিতে পারবেন না।


আরও পড়ুন: Byju's | Lionel Messi: বিরাট অর্থনৈতিক সংকট! মেসির সঙ্গে চুক্তি ভাঙল বাইজুস


সিংকে দিল্লি আবগারি নীতির সঙ্গে যুক্ত একটি মানি লন্ডারিং মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গ্রেফতার করেছিল। জানুয়ারিতে রাজ্যসভায় দ্বিতীয় মেয়াদের জন্য AAP তাঁকে ফের মনোনীত করেছিল।


১ ফেব্রুয়ারি, সঞ্জয় সিং দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে একটি আবেদন করেছিলেন। প্রাথমিকভাবে রাজ্যসভার সাংসদ হিসাবে শপথ নিতে এবং ৫ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলা সংসদ অধিবেশনে অংশ নেওয়ার জন্য সাত দিনের অন্তর্বর্তী জামিন চেয়েছিলেন।


যদিও, পরে তিনি নিজের আবেদন সংশোধন করেন এবং শুধুমাত্র শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুমতি চান।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)