ওয়েব ডেস্ক: সারা দেশের মানুষ এখন বেশ খানিকটা হয়রানির মধ্যে রয়েছে। দেশকে দুর্ণীতি এবং কালো টাকা মুক্ত করতে এক কঠিন পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাতিল করে দিয়েছেন সমস্ত ৫০০ এবং ১০০০ টাকার নোট। আর সেই জন্যই পুরনো ৫০০, ১০০০ টাকার নোট পরিবর্তন করতে ব্যাঙ্ক এবং এটিএমের সামনে লম্বা লাইনে দাঁড়াতে হচ্ছে দেশের মানুষকে। সেখানেও নানা সমস্যায় পড়তে হচ্ছে। কোথাও টাকা সংকট তো কোথাও টাকা চলছে না। যে সব জায়গায় পুরনো নোট চলার কথা সরকারের পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছিল, সেখানেও চলছে না পুরনো নোট। তবে এবার মানুষের টাকা সমস্যা কিছুটা দূর করতে নতুন উপায় তত্‌পর হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন ৫০০ এবং ২০০০ টাকার নোট আসল না নকল তা বোঝার সহজ উপায়


ব্যাঙ্ক এবং এটিএমে যথাযথ টাকা না থাকায় জনগন খুবই বিপদে পড়েছে। আর তাই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চেয়ারপার্সন অরুন্ধতী ভট্টাচার্য নতুন পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন যে, জনতার সাহায্যার্থে এবার থেকে ব্যাঙ্ক এবং এটিএমে আরও বেশি পরিমানে ৫০ এবং ২০ টাকার নোটের পরিমান বাড়িয়ে দেওয়া হবে।


আরও পড়ুন নোট নিয়মে পরিবর্তন আনল কেন্দ্রীয় সরকার, জেনে নিন নয়া নোট বিধি