নিজস্ব প্রতিবেদন:  বাড়ি কিংবা গাড়ি কেনার কথা ভাবছেন? তাহলে আপনার  জন্য রয়েছে সুখবর। বাড়ি ও গাড়ির ঋণের ওপর সুদের হার কমাল ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই দুই ক্ষেত্রে ০.০৫ শতাংশ সুদের হার কমানো হয়েছে। বুধবারই নিজেদের ওয়েবসাইটে একথা ঘোষণা করে এসবিআই। পয়লা নভেম্বর থেকে সুদের নয়া হার কার্যকর হবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: যে কেউ আর ড্রোন ব্যবহার করতে পারবেন না, আসছে নয়া নির্দেশিকা


এসবিআই সূত্রে খবর,


গাড়ি ও বাড়ির ঋণের উপর সুদের হার কমছে ০.০৫ শতাংশ


এর ফলে স্টেট ব্যাঙ্কে গৃহঋণে সুদের হার ৮.৩৫ শতাংশ থেকে কমে দাঁড়াল ৮.৩০ শতাংশ


গাড়ি ঋণে সুদের হার ৮.৭৫ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ৮.৭০  শতাংশ


স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মার্জিন্যাল কস্ট অফ ফান্ড বেসড রেট অর্থাত্ এমসিএলআর কমিয়ে দেওয়ায় অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিও এই পথে হাঁটতে পারে বলে করছেন বিশেষজ্ঞরা। ফলে এক লাফে কিছুটা কমবে মধ্যবিত্তের মাসিক কিস্তি। নোটবালিতের পর  জানুয়ারিতেই এমসিএলআর কমিয়েছিল এসবিআই।


এর ফলে কী কী সুবিধা পাবে আমজনতা?


ব্যাঙ্কের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী,


সুদের হারে কমানোর ফলে এক বছরের ঋণে এমসিএলআর কমে ৮ শতাংশ থেকে কমে হল ৭.৯৫ শতাংশ
এক বছর পর্যন্ত ঋণে এমসিএলআর ৮.৩০ শতাংশ হবে। যা আগে ছিল ৮.৪৫ শতাংশ।


এক মাস, তিন মাস, ছ'মাস ও দু'বছরের জন্য নেওয়া ঋণে এই একই হারে সুদ দিতে হবে।


আরও পড়ুন: রায় বরেলিতে বয়লার বিস্ফোরণে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, ক্ষতিপূরণ ঘোষণা রাজ্যের