নিজস্ব প্রতিবেদন: রিজার্ভ ব্যাঙ্কের ঘোষণার এক ঘণ্টাও হয়নি। সব ধরনের ঋণে সুদ কমালো স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। বুধবার, এসবিআইয়ের ঘোষণা, তহবিল সংগ্রহের খরচের ভিত্তিতে দেওয়া ঋণে (এমসিএলআর) এক বছরে ৮.৪০ শতাংশ থেকে কমিয়ে ৮.২৫ শতাংশ করা হল। অর্থাত্ গাড়ি-বাড়ি ঋণ নেওয়ার ক্ষেত্রে সুদের হার কমাতে চলেছে এসবিআই। জানা যাচ্ছে, রিজার্ভ ব্যাঙ্কের রেপো হার কমানোর পর অন্যান্য ব্যাঙ্কগুলিও সুদ কমানোর চিন্তাভাবনা করছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


আজ, আর্থিক নীতি নির্ধারণ কমিটির বৈঠক শেষে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস ৩৫ বেসিস পয়েন্ট রেপো রেট কমানোর ঘোষণা করেন। যার ফলে রেপো রেট কমে দাঁড়াল ৫.৪০ শতাংশ। এ নিয়ে চলতি বছরে চার বার রেপো রেট কমাল শীর্ষ ব্যাঙ্ক। রিভার্স রেপো রেট ৩৫ বেসিস পয়েন্ট কমে দাঁড়াল ৫.১৫ শতাংশ।


আরও পড়ুন- দরকারেই পাশে ছিলেন 'সুষমাজি', জিতেছিলেন মন, হয়ে উঠেছিলেন 'সুপার মম'


শক্তিকান্ত দাস জানান, জিডিপি-র লক্ষ্যমাত্রা ৭ শতাংশ থেকে নামিয়ে ৬.৯ শতাংশ করা হয়েছে। উল্লেখ্য, ২০১৯-২০ অর্থবর্ষে জিডিপি ৭.২ শতাংশ  লক্ষ্যমাত্রা নিয়ে এগোলোও পরে ৭ শতাংশ নামানোর চিন্তাভাবনা চলে। উল্লেখ্য, গত মাসের শেষে আমানতের উপর সুদের হার কমায় এসবিআই।


রিজার্ভ ব্যাঙ্ক সূত্রে জানা যাচ্ছে, চলতি বছরে প্রথম ধাপে ৫.৮- ৬.৬ শতাংশ এবং দ্বিতীয় ধাপে ৭.৩-৭.৫ শতাংশ জিডিপি লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। অন্য দিকে সার্বিক মূল্যবৃদ্ধির হার দ্বিতীয় ত্রৈমাসিকে ৩.১ শতাংশ এবং শেষ অর্ধ-অর্থবর্ষে ৩.৫- ৩.৭ শতাংশ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রেপো রেট কমার খবর আসতেই সেনসেক্স কিছুটা চাঙ্গা দেখা যায়।