ওয়েব ডেস্ক: সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১ কোটি টাকার কম জমা থাকলে সুদের হার ৪ শতাংশ থেকে ৩.৫ শতাংশে কমিয়ে আনল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আজ থেকেই কার্যকর হবে দেশের সর্ববৃহত্ রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কটির সংশোধীত সুদের হার। আরও জানানো হয়েছে, নতুন ব্যবস্থায় সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১ কোটি টাকার বেশি জমা থাকলে গ্রাহক আগের মতোই ৪ শতাংশ হারে সুদ পাবেন। উল্লেখ্য, এর আগে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের 'টার্ম ডিপোজিটে'র হার পঞ্চাশ বেসিস পয়েন্ট পর্যন্ত কমিয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


প্রসঙ্গত, এর আগে এসবিআই গ্রাম, মফঃস্বল, শহর এলাকার উপর ভিত্তি করে অ্যাকাউন্টে বিভিন্ন অঙ্কের বাধ্যতামূলক 'মিনিমাম ব্যালেন্স' রাখার কথা জানিয়ে দিয়েছিল। তবে এর থেকে বাদ দেওয়া হয়েছিল স্মল সেভিংস, বেসিক সেভিংস, কর্পোরেট স্যালারি প্যাকেজের মতো অ্যাকাউন্টগুলিকে।