`সার্ভিস চার্জ বাড়ার খবর ভুয়ো`, জানিয়ে দিল এসবিআই, জুন থেকে চালু হচ্ছে নতুন পরিষেবা
এটিএম থেকে প্রতিটি লেনদেনে উপভোক্তার সঞ্চয় থেকে ২৫ টাকা করে কেটে নেবে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া, এই খবর ভুয়ো, জানিয়ে দিল ভারতে ব্যাঙ্কিং পরিষেবা প্রদানকারী সবথেকে বড় ব্যাঙ্ক এসবিআই। `দ্য ইকোনমিক টাইমস` পত্রিকা অনুযায়ী এসবিআই এম ডি (ন্যাশনাল ব্যাঙ্কিং) রজনীশ কুমার পিটিআইকে জানিয়েছেন, `সাধারণ সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে এটিএম থেকে আর্থিক লেনদেনের জন্য উপভোক্তাকে পুরাতন পরিষেবা শুল্কই দিতে হবে, সার্ভিস চার্জে কোনও পরিবর্তন করা হয়নি`। [এসবিআই-এর নয়া নিয়মে কেরল জুড়ে বিক্ষোভ, `জনহিতকর নীতি`, কটাক্ষ সিপিএমের]
ওয়েব ডেস্ক: এটিএম থেকে প্রতিটি লেনদেনে উপভোক্তার সঞ্চয় থেকে ২৫ টাকা করে কেটে নেবে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া, এই খবর ভুয়ো, জানিয়ে দিল ভারতে ব্যাঙ্কিং পরিষেবা প্রদানকারী সবথেকে বড় ব্যাঙ্ক এসবিআই। 'দ্য ইকোনমিক টাইমস' পত্রিকা অনুযায়ী এসবিআই এম ডি (ন্যাশনাল ব্যাঙ্কিং) রজনীশ কুমার পিটিআইকে জানিয়েছেন, "সাধারণ সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে এটিএম থেকে আর্থিক লেনদেনের জন্য উপভোক্তাকে পুরাতন পরিষেবা শুল্কই দিতে হবে, সার্ভিস চার্জে কোনও পরিবর্তন করা হয়নি"। [এসবিআই-এর নয়া নিয়মে কেরল জুড়ে বিক্ষোভ, 'জনহিতকর নীতি', কটাক্ষ সিপিএমের]
আজ সকাল থেকেই এসবিআইয়ের 'ভুয়ো' খবরে সরগরম ছিল কেরল। এসবিআইয়ের এটিএমের সামনে বিক্ষোভ তো ছিলই, 'এটিএম থেকে প্রতিটি আর্থিক লেনদেনে ২৫ টাকা করে চার্জ করা হবে', এই 'নয়া নীতি'র কথা শুনে মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগে সিপিআইম। ১২ ঘন্টাও কাটেনি, 'ভুয়ো' খবরে জল ঢেলে আম আদমির আশঙ্কা দূর করে দিল খোদ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। এরই সঙ্গে এসবিআই মোবাইল ওয়ালেটের মত আরও একটি প্রযুক্তিনির্ভর অত্যাধুনিক পরিষেবা প্রদানের কথাও জানিয়েছে। মোবাইল ওয়ালেট থেকেও এখন আর্থিক লেনদেন করতে পারবে এসবিআই গ্রাহকরা। তবে এক্ষেত্রে ২৫ টাকা চার্জ কাটবে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। জুন থেকেই চালু হবে এই পরিষেবা, জানিয়েছেন এসবিআই এম ডি (ন্যাশনাল ব্যাঙ্কিং) আর কুমার।