নিজস্ব প্রতিবেদন: Probationary Officer (PO) পদে নিয়োগ করছে SBI। নিয়োগ করা হবে ২০০০ শূন্য পদে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে ১৪ নভেম্বর।


আবেদন জমা দেওয়ার শেষ তারিখ: ৪ ডিসেম্বর ২০২০।


আরও পড়ুন-বিদায় 'ফেলুদা', রবীন্দ্রসদন থেকে কেওড়াতলা, পদযাত্রায় সামিল মুখ্যমন্ত্রী সহ বাম নেতৃত্ব


দেশের বিভিন্ন রাজ্যে প্রবেশনারি অফিসার পদে নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া শুরু হবে ৩১ ডিসেম্বর। পরীক্ষা চলবে  ৫ জানুয়ারি পর্যন্ত।


পরীক্ষা:  তিন ধাপে পরীক্ষা নেওয়া হবে। এগুলি হল প্রিলিমিনারি, মেইন ও ইন্টারভিউ।


প্রিলিমে পরীক্ষা নেওয়া হবে, ইংরেজি ভাষা, নিউমেরিক্যাল এবিলিটি ও রিজনিংয়ের। 


পরীক্ষা হবে অনলাইনে। মোট নম্বর ১০০।


মোট ২০০০ পদের মধ্যে ২০০ পদ আর্থিকভাবে পিছিয়েপড়া প্রার্থীদের জন্য।


আরও পড়ুন-অধ্যায়ের অবসান, গার্ড অফ অনারে বিদায় 'অপু'কে


বয়স: আবেদনকারীর বয়স হতে হবে ২১-৩০ বছরের মধ্যে।


শিক্ষাগত যোগ্যতা : যে কোনও শাখায় স্নাতক হলেই হবে। যারা স্নাতকস্তরের ফাইনাল পরীক্ষা দিচ্ছেন তারাও আবেদন করতে পারবেন। তবে তার জন্য প্রমাণ পত্র দাখিল করতে হবে। 


বেতন : ২৭,৬২০ টাকা।