ওয়েব ডেস্ক : স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে? সেই অ্যাকাউন্টে কি ন্যূনতম ২০,০০০ টাকা রয়েছে? তাহলে এবার এই সুবিধা পেতে পারেন আপনিও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

স্টেট ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, গ্রাহকদের এবার বিনামূল্যে ক্রেডিট কার্ড দেওয়া হবে। যেসব গ্রাহকদের অ্যাকাউন্টে ২০,০০০-২৫,০০০ টাকা রয়েছে এবং আগের লেনদেন থেকে কোনও বকেয়া নেই, তাদের প্রত্যেককেই ক্রেডিট কার্ড দেবে SBI। এর জন্য বার্ষিক কোনও চার্জও দিতে হবে না গ্রাহকদের।


SBI-এর চেয়ারপার্সন অরুন্ধতী ভট্টাচার্য জানিয়েছেন, গ্রাহকদেরকে ডিজিটাল লেনদেনে আরও উত্সাহী করে তুলতেই এই পদক্ষেপ। চার বছরের জন্য গ্রাহকদের দেওয়া হবে এই SBI "উন্নতি" ক্রেডিট কার্ড। এরফলে মানুষের মধ্যে ডিজিটাল পেমেন্টের প্রবণতা আরও বাড়বে বলেই আশা তাঁর।


আরও পড়ুন, কীভাবে আপনার প্যান কার্ডটি আধারের সঙ্গে লিংক করবেন, জেনে নিন