ওয়েব ডেস্ক: অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ সঞ্চয় না থাকলে ফাইন চার্জ করবে এসবিআই। এপ্রিলের প্রথম দিন থেকেই স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া যে নতুন নিয়ম চালু করতে চলেছে তাতে সরাসরি প্রভাবিত হবে ভারতের ৩১ কোটি উপভোক্তা। প্রত্যেক গ্রাহককে এবার থেকে তার এসবিআই অ্যাকাউন্টে নূনতম ৫০০ টাকা রাখতেই হবে। আর যদি কোনও গ্রাহক সেই অ্যাকাউন্টের সব সুবিধা উপভোগ করতে চান, যেমন চেক বুকের সুবিধা সহ বিবিধ, সেক্ষেত্রে একজন উপভোক্তাকে তার অ্যাকাউন্টে নূনতম ১০০০ টাকা রাখতে হবে। যদি গ্রাহক তার অ্যাকাউন্টে এই পরিমাণ সঞ্চয় না রাখেন তবে এসবিআই যথাক্রমে ২০ (গ্রামাঞ্চল) ও ১০০ টাকা (মেট্রো শহর) করে ফাইন চার্জ করবে। (এপ্রিল থেকে নতুন নিয়ম চালু করছে SBI


কেবল 'এমএবি'-এর ক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টে নূনতম ৫০০০ টাকা পর্যন্ত রাখতেই হবে। ৬টি মেট্রো শহরে 'এমএবি'-সেভিংস অ্যাকাউন্টে ৫০০০ টাকা সঞ্চয় না থাকলে গ্রাহকের থেকে ১০০০ টাকা পর্যন্ত ফাইন চার্জ করবে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। তবে এসবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে  কেবল 'এমএবি' সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে তারা ৪টি ভাগ আনবে। যেখানে মেট্রো সিটি, শহরাঞ্চল, মফঃস্বল এবং গ্রামাঞ্চল এই চারটি ভাগ থাকবে। সেখানে সঞ্চয়ের পরিমাণও আলাদা আলাদা করে ধার্য করা হবে বলে জানিয়েছে এসবিআই।