এসবিআই-এর নয়া নিয়মে কেরল জুড়ে বিক্ষোভ, `জনহিতকর নীতি`, কটাক্ষ সিপিএমের
এটিএম থেকে টাকার লেনদেনও টাকা কাটবে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া, জুনের প্রথম দিন থেকেই এই নতুন নিয়ম চালু হবে। `দ্য ইকোনমিক টাইমস` পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, প্রতি ট্রানজেকশনে উপভোক্তার সঞ্চয় থেকে ২৫ টাকা করে কেটে নেবে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। আর এই নয়া নিয়মের কথা শুনেই চরম চটেছে দেশের দক্ষিণের রাজ্য কেরল। `এটা গর্হিত অপরাধ, কেন্দ্রের সরকার সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে। নোট বাতিলের সময় থেকেই কেন্দ্রের সরকার তাঁদের জনহিতকর নীতি চাপিয়ে দিয়ে একটা অরাজক পরিস্থিতি তৈরি করছে। আম আদমির ওপর নির্যাতন অনবরত বেড়েই চলেছে। সংসদের ভিতর এবং বাইরে, এই নীতির কড়া বিরোধিতা করা হবে`, প্রতিক্রিয়া সিপিাইএম সাংসদ এম বি রাজেশের। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার এই নীতির কড়া নিন্দা করেছেন সিনেমা দুনিয়ার প্রখ্যাত ব্যক্তিত্ব শোবি থিলাকানও। `এই নীতি প্রবল জনবিরোধী`, প্রতিক্রিয়া থিলাকান। [SBI গ্রাহকদের জন্য বড় খবর!]
ওয়েব ডেস্ক: এটিএম থেকে টাকার লেনদেনও টাকা কাটবে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া, জুনের প্রথম দিন থেকেই এই নতুন নিয়ম চালু হবে। 'দ্য ইকোনমিক টাইমস' পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, প্রতি ট্রানজেকশনে উপভোক্তার সঞ্চয় থেকে ২৫ টাকা করে কেটে নেবে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। আর এই নয়া নিয়মের কথা শুনেই চরম চটেছে দেশের দক্ষিণের রাজ্য কেরল। "এটা গর্হিত অপরাধ, কেন্দ্রের সরকার সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে। নোট বাতিলের সময় থেকেই কেন্দ্রের সরকার তাঁদের জনহিতকর নীতি চাপিয়ে দিয়ে একটা অরাজক পরিস্থিতি তৈরি করছে। আম আদমির ওপর নির্যাতন অনবরত বেড়েই চলেছে। সংসদের ভিতর এবং বাইরে, এই নীতির কড়া বিরোধিতা করা হবে", প্রতিক্রিয়া সিপিাইএম সাংসদ এম বি রাজেশের। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার এই নীতির কড়া নিন্দা করেছেন সিনেমা দুনিয়ার প্রখ্যাত ব্যক্তিত্ব শোবি থিলাকানও। "এই নীতি প্রবল জনবিরোধী", প্রতিক্রিয়া থিলাকান। [SBI গ্রাহকদের জন্য বড় খবর!]
এসবিআই-এর এই নীতির বিরোধিতায় ক্ষোভের আগুন জ্বলছে গোটা কেরালায়। তিরুবন্তপুরম সহ কেরালার বিভিন্ন শহরে এসবিআই এটিএমের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন আম জনতা।