নিজস্ব প্রতিবেদন: চাকরি পাকা হচ্ছে না বম্বে হাইকোর্টের বিচারপতি পুষ্পা গানেড়িওয়ালার। গত সপ্তাহে তাঁর দেওয়া কয়েকটি বিতর্কিত রায়ের জেরেই এই ঘটনা ঘটল বলে মনে করছে সংশ্লিষ্ট  মহল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পরপর বিতর্কিত রায়ের জেরে চাকরি পাকা হচ্ছে না বম্বে হাইকোর্টের মহিলা বিচারপতি পুষ্পা গানেড়িওয়ালার (Justice Pushpa Ganediwala)। এবং গানেড়িওয়ালাকে স্থায়ী বিচারপতি হিসাবে নিয়োগের জন্য সুপ্রিম কোর্টের কলেজিয়াম (The Supreme Court Collegium) কেন্দ্রীয় সরকারকে যে সুপারিশ করেছিল, তা তারা প্রত্যাহার করে নিতে চলেছে বলেই খবর।


Also Read: Israel Embassy-র সামনে বিস্ফোরণ ঘটিয়েছি আমরাই, দায় নিল Jaish-Ul-Hind


শীর্ষ আদালত সূত্রে জানা গিয়েছে, প্রধান বিচারপতি এসএ বোবদের (SA Bobde) নেতৃত্বাধীন কলেজিয়ামের অন্য ২ সদস্য বিচারপতি এনভি রামানা এবং বিচারপতি আরএফ নরিম্যান (NV Ramana and RF Nariman) এই সিদ্ধান্ত নিয়েছেন। 
বর্তমানে বম্বে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি (additional judge of the Bombay High Court) হিসাবে কর্মরত গানেড়িওয়ালা।


Also Read: Israel Embassy-র সামনে বিস্ফোরণ ঘটিয়েছি আমরাই, দায় নিল Jaish-Ul-Hind