সাংসদ-বিধায়কদের বিরুদ্ধে মামলার নিষ্পত্তিতে চাই বিশেষ আদালত: সুপ্রিম কোর্ট
নিজস্ব প্রতিবেদন: সাংসদ-বিধায়কদের মামলার দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ আদালতের পক্ষে সওয়াল করল ভারতের সর্বোচ্চ ন্যায়ালয়। কেন্দ্রকে সুপ্রিম কোর্টের নির্দেশ, দেশের নির্বাচিত জন প্রতিনিধিদের (সাংসদ এবং বিধায়ক) বিরুদ্ধে দায়ের হওয়া মামলার দ্রুত নিষ্পত্তির জন্য শীঘ্রই ফার্স্ট ট্র্যাক কোর্টের ধাঁচে বিশেষ আদালত গঠন করা হোক।
মঙ্গলবার সুপ্রিম কোর্ট কেন্দ্রকে বলে বিধায়ক সাংসদদের বিরুদ্ধে পড়েথাকা ১,৫৮১টি মামলার মধ্যে কতগুলির ফয়সলা হয়েছে তা জানাতে হবে। পাশাপাশি, ২০১৪ সালের পর থেকে এখনও পর্যন্ত দেশের রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার মধ্যে কতগুলির নিষ্পত্তি হয়েছে তা জানতে চায় সুপ্রিম কোর্টের বিচারপতি রঞ্জন গগৈ এবং বিচারপতি নবীন সিনহার বেঞ্চ।
বুধবার সুপ্রিম কোর্টে কেন্দ্র দুই বিচারপতির বেঞ্চ-এ জানায় রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে হওয়া মামলার নিস্পত্তির জন্য বিশেষ আদালত খুলতে সরকারের আপত্তি নেই। পাশাপাশি কেন্দ্র জানায়, নির্বাচন কমিশনের সুপারিশ অনুযায়ী ফৌজদারী মামলায় অভিযুক্ত রাজনীতিকদের ভোটে লড়া বন্ধ করার বিষয়টিও ভাবনাচিন্তায় রেখেছে সরকার।