ওয়েব ডেস্ক : সাহারা-বিড়লা ঘুষকাণ্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে SIT তদন্ত নয়। আজ সুপ্রিম কোর্টের পক্ষ থেকে একথা সাফ জানিয়ে দেওয়া হল। তাঁর বিরুদ্ধে ঘুষকাণ্ডে কোনও তথ্য পাওয়া যায়নি বলেই এই সিদ্ধান্ত বলে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- দেশে আর্থিক সংস্কারের জন্য আরও বলিষ্ঠ পদক্ষেপ দরকার : অরুণ জেটলি


প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সাহারা ও বিড়লা থেকে ঘুষ নেওয়ার অভিযোগ তোলেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী। আর সেই অভিযোগের ভিত্তিতেই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলা হল সুপ্রিম কোর্টে।


সেই মামলার আজ ছিল শুনানি। সেখানেই বিচারপতিদের একটি ডিভিশন বেঞ্চ আজ সরাসরি জানিয়ে দেয়, ২০১৩-১৪ সালে দায়ের হওয়া এই মামলায় নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কোনও দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি। আর তাই SIT-কে দিয়ে নতুন করে তদন্তের কোনও প্রয়োজন নেই।