নিজস্ব প্রতিবেদন: ২০ সপ্তাহের পর গর্ভপাত নিয়ে স্থায়ী নির্দেশিকা তৈরি করা কি সম্ভব? কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ব্যতিক্রমী ক্ষেত্রে গর্ভপাতের অনুমতি দেওয়া নিয়ে নির্দেশিকা আনা সম্ভব কিনা, তা জানতে চেয়ে স্বাস্থ্যমন্ত্রক, মহিলা ও শিশুকল্যাণমন্ত্রক এবং মেডিক্যাল কাউন্সিল অব ইন্ডিয়াকে নোটিস পাঠিয়েছে প্রধান বিচারপতি দীপক মিশ্র নেতৃত্বাধীন বেঞ্চ। চার সপ্তাহের মধ্যে নোটিসের জবাব দিতে নির্দেশ দিয়েছে আদালত। 


গর্ভপাত সংক্রান্ত ১৯৭১ সালের আইন সংশোধন চেয়ে আর্জি জানিয়েছিলেন কর্ণাটকের অনুষ্কা রবীন্দ্র। তাঁর দাবি, ধর্ষণ ও অস্বাভাবিক ভ্রুণের ক্ষেত্রে ২০ সপ্তাহের বিধি শিথিল করা হোক। এই মামলার শুনানিতে কেন্দ্রের মত জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির বেঞ্চ আইন সংশোধনে নারাজ। বিষয়টি সরকারের উপরে ছেড়ে দিয়েছে তারা। 


আরও পড়ুন, দিল্লিতে বাজি বিক্রিতে নিষেধাজ্ঞা বহাল রাখল সুপ্রিম কোর্ট