ওয়েব ডেস্ক: ব্যপম মামলায় চার্জশিট দিতে বলা হোক সিটকে। সুপ্রিম কোর্টে এই মর্মে আবেদন জানাল সিবিআই। ব্যপম সংক্রান্ত কিছু মামলায় তদন্ত শেষ করে ফেলেছে সিট। সেগুলিতে চার্জশিট পেশ করতে বলুক শীর্ষ আদালত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সুপ্রিম কোর্টে এই আর্জি জানিয়েছেন সিবিআই আইনজীবী। সুপ্রিম কোর্টের নির্দেশেই সম্প্রতি তদন্তের হাত বদল হয়েছে। সিটের থেকে তদন্ত গিয়েছে সিবিআইয়ের হাতে। এই হাতবদলের ফাঁক গলে বেরিয়ে আসতে পারে অভিযুক্তরা। সেটা আটকাতেই সিটের চার্জশিট চায় সিবিআই।


২০১২ সালে এই কেলেঙ্কারী সামনে আসার পরে বি জে পি শাসিত রাজ্য সরকার একটি বিশেষ দল গড়ে এই ঘটনার তদন্ত চালাচ্ছিল।


এখনও পর্যন্ত আড়াই হাজারের বেশী মানুষের বিরুদ্ধে টাকা দিয়ে ডাক্তারির প্রবেশিকা আর অন্যান্য চাকরি পরীক্ষা পাশের কেলেঙ্কারীতে জড়িত থাকার অভিযোগ উঠেছে, গ্রেপ্তার হয়েছেন প্রায় ২ হাজার জন।


এই কেলেঙ্কারীতে অভিযুক্ত বা সাক্ষী বা নিজেরা টাকা দিয়ে পরীক্ষায় পাশ করেছেন, এমন ব্যক্তিদের একের পর এক মৃত্যু হচ্ছে।


কয়েকদিন আগে একটি টেলিভিশন সাংবাদিক ওই ঘটনার তদন্ত করতে গিয়ে অস্বাভাবিকভাবে মারা যান আর তারপরেই এই কেলেঙ্কারীর তদন্ত রাজ্য পুলিশের বদলে সি বি আইকে দেওয়ার দাবী উঠতে থাকে।