বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত বর্ষের পরীক্ষা হবে কি? কিছুক্ষণের মধ্যে রায় শোনাবে সুপ্রিম কোর্ট
আইনজীবী অলখ অলোক শ্রীবাস্তব বলেছেন, বেলা সাড়ে দশটায় শীর্ষ আদালত তার রায় শোনাবে।
নিজস্ব প্রতিবেদন: আর কিছুক্ষণের অপেক্ষা। করোনা পরিস্থিতিতে লকডাউনের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলির চূড়ান্ত বর্ষের পরীক্ষা নিয়ে আদৌ হবে কি? আজই চূড়ান্ত রায় দিতে চলেছে সুপ্রিম কোর্ট। ছাত্রছাত্রীদের এতদিনের উৎকণ্ঠায় আজ ইতি পড়তে চলেছে। আইনজীবী অলখ অলোক শ্রীবাস্তব বলেছেন, বেলা সাড়ে দশটায় শীর্ষ আদালত তার রায় শোনাবে।
এই পরিস্থিতিতে পরীক্ষা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন পড়ুয়ারা। গণ পরিবহনই চলছে না সেভাবে, সেক্ষেত্রে কীভাবে পরীক্ষা দিতে বিশ্ববিদ্যালয়ে যাবেন পড়ুয়ারা, তা নিয়েই উঠছে প্রশ্ন। বিভিন্ন রাজ্যে লকডাউনের ভিন্ন ভিন্ন কড়াকড়ি, ফলে তাঁদের সমস্যা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা।
পড়ুয়ারা ভেবেছিলেন, ১৮ অগাস্ট শেষ শুনানির দিনই আদালত এ ব্যাপারে রায় দেবে। কিন্তু আদালত সেদিন রায়দান স্থগিত রাখে, চূড়ান্ত বক্তব্য রাখার জন্য সব পক্ষকে আরও ৩ দিন সময় দেয় তারা।