নিজস্ব প্রতিবেদন: আপনার বউ চাকরি করেন না। তাই আপনি কিঞ্চিৎ উদ্বেগেই যে, আপানার ভালমন্দ কিছু হয়ে গেলে স্ত্রীর কী হবে? বয়সকালে তাঁর মাসিক আয় হবে কী ভাবে?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আর ভাববেন না! কেননা আপনার সেই ভাবনা এখন ভাবছে খোদ ভারত সরকার। এখন ন্যাশনাল পেনশন সিস্টেম (এনপিএস) আগের চেয়েও অনেক বেশি আকর্ষণীয় হতে চলেছে। যে কোনও ব্যক্তি তাঁর অবসর-প্রকল্পের পরিকল্পনার ক্ষেত্রে এনপিএস নিয়ে এখন আগের চেয়ে অনেক বেশি স্বস্তি পাবেন বলে ধারণা। কেননা এনপিএস-এর বেশ কিছু লং-টার্ম সেভিংস প্রকল্প বাজারে হাজির।


ভারত সরকার এখন ন্যাশনাল পেনসন সিস্টেমের মাধ্যমেই পেনশন কাম ইনভেস্টমেন্ট স্কিম আনল। যে স্কিমের মাধ্যমে বৃদ্ধ বয়সে চলতি বাজারের সাপেক্ষেই নিরাপদ আর্থিক সুরক্ষা মিলবে সংশ্লিষ্ট ব্যক্তির। এই স্কিমটি পেনসন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি (পিএফআরডিএ)-র নিয়ন্ত্রণে থাকবে। এই পিএফআরডিএ-ই ন্যাশনাল পেনসন সিস্টেম ট্রাস্ট (এনপিএসটি) গঠন করেছে। যে এনপিএসটি-র তত্ত্বাবধানেই এনপিএস-এর আওতায় থাকা সমস্ত অ্যাসেটও থাকবে।


যদি আপনার স্ত্রী হোম-মেকার হন, তা হলে আপনি তাঁর জন্যও এমন একটা পরিকল্পনা করতে পারেন যাতে তাঁকে বৃদ্ধ বয়সে অর্থনৈতিক কারণে অন্যের উপর নির্ভরশীল হতে হবে না। এনপিএস এ ক্ষেত্রে তাদের লং-টার্ম সেভিংস প্রকল্প আপনাকে প্ল্যানিংয়ের সেই অবকাশ এনে দেবে, যাতে আপনি একটি সুবিধাজনক মাসিক কিস্তি নির্ধারণ করেই প্রকল্পের শেষে বেশ ভাল রকম আর্থিক লাভের মুখোমুখি হন।


আরও পড়ুন: প্রিয়াঙ্কার কুর্তি ধরে টানাহেঁচড়া, চাপের মুখে এবার ক্ষমা চাইল যোগী পুলিস