সেনাকে লক্ষ্য করে পাথর, পাল্টা মারে খতম ৩ পাথরবাজ
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কুলগাম, সোপিয়ান, অনন্তনাগ ও পুলওয়ামায় বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা।
নিজস্ব প্রতিবেদন: জম্মু-কাশ্মীরে সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে প্রাণ হারাল ৩ পাথরবাজ। তাদের মধ্যে রয়েছে এক নাবালিকাও। জানা গিয়েছে, কুলগামে জঙ্গিদের খোঁজে সেনার তল্লাশি অভিযান চলাকালীন পাথর ছুড়তে শুরু করে বিক্ষোভকারীরা। তখনই আত্মরক্ষায় গুলি চালান সেনা জওয়ানরা।
শনিবার সকালে জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছিল সেনা। তখনই জওয়ানদের লক্ষ্য করে মুহুর্মুহু পাথর ছুড়তে থাকে কয়েকজন। পাথরের হাত থেকে বাঁচতে জবাব দেয় সেনা। মারা যায় শাকির আহমেদ খান্ডে, ইরশাদ মাজিদ ও অন্দলিব নামে এক নাবালিকা। কয়েকজন গুরুতর জখম হয়েছে। তাদের ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কুলগাম, সোপিয়ান, অনন্তনাগ ও পুলওয়ামায় বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। জারি করা হয়েছে কার্ফু।
আরও পড়ুন- পাটলিপুত্রে লোকসভার আগে শরিকি আবদারে নাজেহাল মোদী-শাহ