ওয়েব ডেস্ক : বাস টার্মিনাসে কেন ঘুমোচ্ছেন? সেই ‘অপরাধেই’ বেশ কিছু পথচারীকে তুলে দেওয়া হল সেখান থেকে। শুধু তাই নয়, বাস টার্মিনাস থেকে টেনে হিঁচড়ে তুলে দেওয়া হয় তাঁদের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঘটনাস্থল কেরল। সেখানকার থামপানুর বাস টার্মিনাসে আচমকাই হাজির হন এক নিরাপত্তা রক্ষী। আর সেখান থেকে পথচারীদের ঘুমন্ত অবস্থায় টেনে হিঁচড়ে তুলে দেন তিনি। গত ২৯ অগাস্টের ওই ভিডিও প্রকাশ পেতেই তা ভাইরাল হয়ে যায়।


দেখুন সেই ভিডিও..


 



সম্প্রতি কেরলের বাসিন্দা ডিলনা অভিযোগ করেন, তাঁকে নাকি তাঁর স্বামী খুন করতে চাইছেন। এবং ফেসবুক লাইভে সেই ভিডিও প্রকাশ করে নেটিজেনদের কাছে সাহায্য চান ডিলনা। কেরলের ওই মহিলার ভিডিও প্রকাশ হতেই তা ভাইরাল হয়ে যায়।