নিজস্ব প্রতিবেদন: সেলফির নেশায় ফের দুর্ঘটনা। ট্রেন লাইনের ধারে নিজস্বী তুলতে গিয়ে মৃত্যুর মুখে হায়দরাবাদের এক যুবক।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রেল লাইন ধারে সেলফি তুলছিলেন শিবা নামে ওই যুবক। ওই লাইন ধরেই ছুটে আসছিল ট্রেন। ট্রেন কাছাকাছি আসার পরও সরে আসেননি তিনি। বরং 'পারফেক্ট' ভিডিও তোলার লোভে হাতও বাড়িয়ে দেন। সজোরে ধাক্কা মারল ট্রেন। মাটিয়ে লুটিয়ে পড়লেন শিবা। মাথায় গুরুতর চোট নিয়ে হাসপাতালে ভর্তি তিনি।


ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, ট্রেনের গতি ও দূরত্ব ঠিকমতো বুঝতে পারেননি শিবা।



সেলফির নেশায় ভারতে অনেকের প্রাণ কেড়েছে। ২০১৬ সালে ১২টিরও বেশি জায়গা সেলফি নিষেধাজ্ঞা জোন হিসেবে চিহ্নিত করছে মুম্বই পুলিস। দেশজুড়ে প্রচারও চলছে। তবে সেলফি নেশা থেকে মুক্ত হতে পারছেন না যুব প্রজন্ম।