ব্যাপক ধস, বাজার খুলতেই হুড়মুড়িয়ে পড়ল সেনসেক্স
সোমবার ১৬০০ পয়েন্ট পড়ে গেছে মার্কিন শেয়ার সূচক ডাও জোন্স। কোনও একদিনের হিসেবে এটাই এখনও পর্যন্ত সর্বোচ্চ পতন। বাজার বন্ধের সময়েও ১২০০ পয়েন্টের নীচে ছিল ডাও জোন্স। নিউ ইয়র্কের এই ভূমিকম্পে কেঁপেছে গোটা বিশ্ব
নিজস্ব প্রতিবেদন: মার্কিন শেয়ার বাজারে ধসের ধাক্কায় বেসামাল ভারতের শেয়ার বাজার। মঙ্গলবার বাজার খুলতেই রেকর্ড ৯০০ পয়েন্ট পড়ে যায় বম্বে স্টক এক্সচেঞ্জের শেয়ার সূচক সেনসেক্স। জাতীয় শেয়ার সূচক নিফটিও পড়ে যায় প্রায় ৩০০ পয়েন্ট। পরে অবশ্য পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বাজেটে লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স ঘোষণা করার পর থেকেই শেয়ার বাজারে লগ্নির উত্সাষহে ভাঁটা দেখা গেছে। তার ওপর মার্কিন শেয়ার বাজারের পতনের রেশও বিশেষ ভূমিকা পালন করেছে। যদিও কেন্দ্রীয় সরকার জানিয়েছে, এই পতনের সঙ্গে বাজেটের কোনও যোগ নেই।
শেয়ার বাজারে ধসের ফলে ব্যাঙ্কিং, রিয়েলিটি, গ্যাস, তেলের মতো ক্ষেত্রে বড়সড় ক্ষতির সম্ভাবনা তৈরি হয়ে গেল। পাশাপশি, মিউচুয়াল ফান্ডে যাঁরা বিনিয়োগ করেছেন তাদের ক্ষেত্রেও দুশ্চিন্তার কারণ রয়েছে বলে মনে করা হচ্ছে।
অারও পড়ুন-ঝুলন-স্মৃতিতে বিধ্বস্ত দক্ষিণ আফ্রিকা
উল্লেখ্য, সোমবার ১৬০০ পয়েন্ট পড়ে গেছে মার্কিন শেয়ার সূচক ডাও জোন্স। কোনও একদিনের হিসেবে এটাই এখনও পর্যন্ত সর্বোচ্চ পতন। বাজার বন্ধের সময়েও ১২০০ পয়েন্টের নীচে ছিল ডাও জোন্স। নিউ ইয়র্কের এই ভূমিকম্পে কেঁপেছে গোটা বিশ্ব। সকালে জাপানের শেয়ার বাজার খুললে দেখা যায়, সেখানেও নিম্নগতিতে শেয়ার সূচক। তারপর একে একে গোটা বিশ্বের প্রায় সব শেয়ার সূচকেই অধোগতি দেখা গিয়েছে।
মার্কিন মুলুকে শেয়ারের এই ধস আতঙ্ক ছড়িয়েছে আম আমেরিকানদের মধ্যে। মুদ্রাস্ফীতির আশঙ্কা করছেন তাঁরা। সেই আশঙ্কা সত্যি হলে সব জিনিসই অগ্নিমূল্য হয়ে উঠবে।