নিজস্ব প্রতিবেদন: গত ছয় মাসে রেকর্ড ধস হল শেয়ার বাজারে। আর্থিক মন্দা ও অটো সেক্টরে উত্পাদের হার কমে যাওয়া-সহ একাধিক কারণে শেয়ার বিক্রি করতে শুরু করলেন বিনিয়োগকারীরা। সেনসেক্স ৫৮৭ পয়েন্ট এবং নিফটি ১৭৭ পয়েন্ট পড়ে এ দিন বাজার বন্ধ হয়। বিশেষজ্ঞরা বলছেন, ফেব্রুয়ারি মাসের পর এই প্রথম এত বড় পতন দেখা গেল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


আজ এক ধাক্কায় ডিএলএফ শেয়ার দর পড়েছে ১৬ শতাংশ। এ দিনও ডলার নিরিখে টাকার পতন হয়। বিশেষজ্ঞরা বলছেন,  দেশের আর্থিক বৃদ্ধি হার স্লথ গতিতে চলায় নতুন করে বিনিয়োগে সাহস পাচ্ছেন না লগ্নিকারিরা। বাজারে নগদ সঙ্কট কাটাতে গাড়ি-বাড়ি ঋণের সুদের হার কমিয়েছে কেন্দ্র। জিডিপি-র লক্ষ্যমাত্রাও কমানো হয়েছে। এদিকে চিন-মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্কযুদ্ধ অব্যাহত। যার জেরে ভারত-সব বিশ্ব বাজারে মন্দা দেখা দিয়েছে।


আরও পড়ুন- বিদেশ সফরে মোদী, কাশ্মীর নিয়ে পাকিস্তানকে আরও কোণঠাসা করতে একাধিক বৈঠক


এ দিন ব্যাঙ্ক, ধাতু, তথ্য ও প্রযুক্তির শেয়ারে ব্যাপক পতন হয়। নিফটি ব্যাঙ্ক পড়েছে ২ শতাংশ। এক টানা চার দিন শেয়ার দর পড়ে তলানিতে ঠেকেছে ইয়েস ব্যাঙ্ক। এছাড়া বেদান্ত, ইন্ডিয়াবুল হাউজিং, বাজাজ ফিনান্স, জি় এন্টারনেটের শেয়ার দর পড়ে ২ শতাংশের কাছাকাছি।