নিজস্ব প্রতিবেদন: শেয়ার বাজারের পারদ চড়া অব্যাহত। এ বার সর্বকালীন রেকর্ড গড়ে ফেলল সেনসেক্স। দিনের শুরুতেই ৩৮ হাজারের দোরগড়ায় পেরিয়ে যায় বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক। এ দিন ৩৮,০৫০.১২ সূচকে পৌঁছয় সেনসেক্স, যা ভারতীয় বাজারে সর্বকালীন রেকর্ড। নিফটিও পাল্লা দিয়ে বাড়ে। সকাল ৯.২৯ নাগাদ নিফটর সূচক ছোঁয় ১১,৪৯৫.২০-তে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- মোদীর সভা বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে কলকাতায় অমিতের সভায় ড্রোন চাইছে বিজেপি


লক্ষ্মীবারে শেয়ার বাজারে এমন শ্রীবৃদ্ধি, স্বভাবতই খুশির জোয়ার এনেছে বিনিয়োগকারীদের মধ্যে। বিশেষজ্ঞদের মতে, দেশীয় বিনিয়োগকারীদের ইক্যুউটি শেয়ার কেনার হিড়িকে তার প্রভাব পড়েছে দালাল স্ট্রিটে। এ ছাডাও দেশের প্রথম সারির ব্যাঙ্ক আমানতের উপর সুদের হার বাড়ানোয় চাঙ্গা হয়ে ওঠে ব্যাঙ্কের শেয়ার গুলি। আইসিআইসিআই (৩.২৫ শতাংশ), এসবিআই (২.৮২ শতাংশ) ব্যাঙ্ক অব ইন্ডিয়া (৩.১৯ শতাংশ) উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি হয়েছে। এছাড়াও তেল, ওষুধ, রিয়েল এস্টেট সেক্টরের শেয়ার দর বেশ চাঙ্গা থাকতে দেখা গিয়েছে।


আরও পড়ুন- লোকসভার আগে আজ রাজ্যসভায় মোদী বনাম বিরোধী জোট


উল্লেখ্য, সম্প্রতি এক কোটির নীচে আমানতের উপর সুদে হার বাড়িয়েছে স্টেট ব্যাঙ্ক, এইচডিএফসি। এক বছর থেকে ৫ বছরে মধ্যে এক কোটি টাকার নীচে আমানতে ৭ শতাংশ সুদ দেবে এইচডিএফসি ব্যাঙ্ক। স্টেট ব্যাঙ্ক এক বছর এবং দু বছরের নীচে ম্যাচুরিটি হওয়া আমানতের উপর ৬.৭০ শতাংশ সুদ দেবে।


এ দিন বিশ্ব শেয়ার বাজারে যদিও মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। ন্যাসড্যাক, হ্যাং স্যাং সূচক বৃদ্ধি পেলেও জাপান, জার্মানির মতো অন্যান্য দেশের শেয়ার বাজারে মন্দা গতি দেখা গিয়েছে।