করোনার ভ্রুকূটি এড়িয়ে বড় লাফ সেনসেক্স-নিফটির, চাঙ্গা এশীয় বাজারও
গত সপ্তাহের শেষ দিন হুড়মুড়িয়ে শেয়ারের দর পড়ে যাওয়ায় এ দিনকে ‘ব্ল্যাক ফ্রাইডে’ বলে উল্লেখ করা হয়। পতনের অন্যতম কারণ ছিল বিশ্বজুড়ে করোনা আতঙ্ক
নিজস্ব প্রতিবেদন: করোনার কবল থেকে বেরিয়ে আসার মরিয়া চেষ্টা শেয়ার বাজারেও। সপ্তাহের প্রথম দিনে বাজার খুলল যেন এক বুক অক্সিজেন নিয়ে। সেনসেক্স সাড়ে ৭ শো, নিফটি ২৩০ পয়েন্ট লাফ দিল। সকাল সকাল ‘বিগ স্মাইল’ দেখা গেল লগ্নিকারীদের মুখেও।
গত সপ্তাহের শেষ দিন হুড়মুড়িয়ে শেয়ারের দর পড়ে যাওয়ায় এ দিনকে ‘ব্ল্যাক ফ্রাইডে’ বলে উল্লেখ করা হয়। পতনের অন্যতম কারণ ছিল বিশ্বজুড়ে করোনা আতঙ্ক। এক ধাক্কায় ৫ লক্ষ কোটি ডলার মুছে গিয়েছে। চিন, জাপান, ইরান, অস্ট্রেলিয়া, আমেরিকা-সহ কমপক্ষে ৪০টি দেশ এই মুহূর্তে করোনা আক্রান্ত। ব্যবসা-বাণিজ্য কার্যত চোপাট হয়ে গিয়েছে। থমকে গিয়েছে চিনের আমদানি-রফতানি।
আরও পড়ুন- দিল্লি পুরোপুরি শান্ত ও স্বাভাবিক, অশান্তির গুজব উড়িয়ে আশ্বাস পুলিসের
এ দিনও বিভিন্ন দেশের সূচক নিম্নগামী ছিল। তবে, উল্টোপথে হাঁটে এশীয় সূচকগুলি। নিকি ০.৯১ শতাংশ, হ্যাংসেং ০.৯২ শতাংশ, কসপি ১ শতাংশ, জাকার্তা কম্পোজিট ০.২৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এ দিন রিলায়্যান্স (১.৬ শতাংশ), আইসিআইসিআই ব্যাঙ্ক (৩.৮১ শতাংশ), টাটা মোটরস (০.৩৫ শতাংশ), এসবিআই (১.৫৫ শতাংশ), টিসিএস (২.০৯ শতাংশ)-কে বেশ চাঙ্গা দেখা গিয়েছে। বড় ধরনের পতন হয়েছে কোটাক মহেন্দ্র (-১.২৬ শতাংশ), টেক মহেন্দ্র (-০.৬৩ শতাংশ), বাজাজ অটো (-০.৩২ শতাংশ), গেইল (-০.২৪ শতাংশ)।