নিজস্ব প্রতিবেদন: করোনা-কালেও বিরাম নেই চুরিতে! শ্মশান ও কবরস্থান থেকে মৃতদেহের পোশাক চুরির অভিযোগে পুলিসের হাতে ধরা পড়ল একটি চক্র। রবিবার ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি পশ্চিম উত্তরপ্রদেশের বাগপতের। পুলিস জানিয়েছে, অভিযুক্তরা মৃতদেহের পরনের জামা-কাপড় ও অন্যান্য জিনিস চুরি করত। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সার্কেল অফিসার অলোক সিং জানিয়েছেন, মৃতদেহের বিছানার চাদর, শাড়ি, জামা চুরি করত অভিযুক্তরা। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৫২০টি বিছানার চাদর, ১২৭টি কুর্তা, ৫২টি শাড়ি এবং একাধিক জামা। সেগুলি ধুয়ে ও ইস্ত্রি করে গ্বয়ালিয়রের একটি কোম্পানির লেবেল সেঁটে বিক্রি করত তারা। এলাকার কাপড় ব্যবসায়ীদের সঙ্গেও অভিযুক্তদের যোগ ছিল। একদিনের লুঠে তারা দিত ৩০০ টাকা। 


পুলিস জানিয়েছে, ধৃতদের মধ্যে ৩ জন একই পরিবারের। গত ১০ বছর ধরে চুরির চক্র চালাচ্ছে তারা। চুরির ধারা ছাড়াও তাদের বিরুদ্ধে অতিমারী আইনে ব্যবস্থা নেওয়া হবে। এদিন সকালে লকডাউন বাড়িয়ে ১৭ মে পর্যন্ত করেছে উত্তরপ্রদেশ সরকার।


আরও পড়ুন- Covid চিকিত্সার সরঞ্জাম-ওষুধ করমুক্ত করার দাবি মমতার, পাল্টা জবাব Nirmala-র