স্কুলভ্যান-বাস সংঘর্ষ মধ্যপ্রদেশে, প্রাণ হারাল ৭ পড়ুয়া
ছাত্রছাত্রীদের নিয়ে স্কুলে যেতে গিয়ে সেটি সোজা ধাক্কা মারল একটি যাত্রীবাহী বাসকে।মর্মান্তিক ওই দুর্ঘটনায় প্রাণ হারাল ৭ শিশু। মধ্যপ্রদেশের সাতনা জেলার ঘটনা।
নিজস্ব প্রতিবেদন: ছাত্রছাত্রীদের নিয়ে স্কুলে যেতে গিয়ে সেটি সোজা ধাক্কা মারল একটি যাত্রীবাহী বাসকে।মর্মান্তিক ওই দুর্ঘটনায় প্রাণ হারাল ৭ শিশু। মধ্যপ্রদেশের সাতনা জেলার ঘটনা।
আরও পড়ুন-মেয়রের চেয়ারে কার্যত নিশ্চিত ফিরহাদ, ডেপুটি ইকবালের জায়গায় সম্ভবত অতীন
পুলিস সূত্রে খবর, সাতনা জেলার বীরসিংহপুরের লাকি কনভেন্টের ছেলেমেয়েদের নিয়ে ভ্যানটি স্কুলে যাচ্ছিল। পথে দুর্ঘটনার মুখে পড়ে ভ্যানটি। বাসের ধাক্কায় ভ্যানের সামনের দিকের অনকটা অংশ দুমড়ে ভেতরে ঢুকে যায়। ঘটনাস্থলে ও হাসপাতাল মোট ৭ জন পড়ুয়ার মৃত্যু হয়। আহত আরও ৮ জন।
সাতনা জেলা পুলিসের তরফে সন্তোষ সিং গৌর সংবাদ মাধ্যমে জানিয়েছেন দুর্ঘটনায় ভ্যানের চালকেরও মৃত্যু হয়ছে। ঘটনার খবর পেয়েই দুর্ঘটনাস্থলে ছুটে যান জেলাশাসক রাহুল জৈন। তাঁর তদারকিতে উদ্ধারকার্য আরও দ্রুত হয়।
আরও পড়ুন-চাদর নিয়ে চুলোচুলি শাশুড়ি-বউমার, সিসিটিভি ফুটেজ ধরা পড়ল মারপিটের দৃশ্য
এদিকে, এই মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এক টুইটে তিনি লিখেছেন, সাতনায় ওই দুর্ঘটনার খবর শুনে খুবই খারাপ লাগছে। শোকাহত পরিবারগুলির প্রতি সমবেদনা জানাচ্ছি।